দানাশস্যের দাম এক বছরে বেড়েছে ১৫.২৭ শতাংশ। জ্বালানি দাম বেড়েছে ৮.৯১ শতাংশ। গত বছরের মার্চের তুলনায় এই মার্চে ক্রেতা পণ্য দাম সূচক বৃদ্ধির হার ৫.৬৬ শতাংশ।
গত বছরের মার্চে ক্রেতা পণ্য দাম সূচকে বৃদ্ধির হার ছিল ৬.৯৫ শতাংশ। জাতীয় পরিসংখ্যান সংগঠন বা এনএসও’র তথ্য জানাচ্ছে চলতি বছরে মার্চে প্রথম এই সূচকে বৃদ্ধির হার ৬ শতাংশের নিচে নেমেছে।
আমজনতা কেনাকাটি করে যে বাজারদরে তার নিরিখে ক্রেতা পণ্য মূল্য সূচক মাপা হয়। মার্চে গত বছরের তুলনায় দানা শস্যের দাম প্রবল বাড়লেও খাদ্য এবং পানীয়ের দাম বেড়েছে কম হারে, বৃদ্ধির হার ৫.১১ শতাংশ। সেই কারণে মোটের বিচারে দাম বৃদ্ধির হার ৬ শতাংশের নিচে।
অঙ্কের হিসেবে হ্রাস দেখালেও বাস্তব হলো জনতার হাঁসফাঁস অবস্থা হচ্ছে বাজারে। কারণ গত বছরের চড়া দামস্তরের ওপর ফের বেড়েছে দাম। সরকারি হিসেবই জানিয়েছে যে জামাকাপড় বা চটি কেনার খরচ বেড়েছে ৮.১৯ শতাংশ এবং ৮.৫৭ শতাংশ।
এদিন কেন্দ্রের তথ্য জানাচ্ছে যে শিল্প উৎপাদন সূচকে বৃদ্ধির হার ফেব্রুয়ারিতে গত বছরের তুলনায় ৫.৬ শতাংশ। কারখানা উৎপাদন ক্ষেত্রে বৃদ্ধির হার ৫.৩ শতাংশ, খনিতে ৪.৬ শতাংশ, বিদ্যুতো ৮.২ শতাংশ।
Comments :0