রাজ্যের কলেজ, স্কুলের ক্যাম্পাসে সুস্থ পরিবেশ ফেরাতে আজকের এই সমাবেশ। দেড় মাস ধরে রাজ্য জুড়ে এই সমাবেশকে কেন্দ্র করে প্রচার হয়েছে। ছাত্রদের অধিকার রক্ষা করতে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে দেখা করেছে নেতৃত্ব। সোমবার কলেজ স্ট্রিটে ছাত্র সমাবেশে একথা বলেছেন এস এফ আই রাজ্য সভাপতি প্রণয় কার্য্যী।
তিনি বলেন, আদিবাসী ছাত্র ছাত্রীদের জন্য লড়াই করেছে এসএফআই। আজ প্রতিটি ছাত্রের অধিকার আক্রান্ত। গোটা রাজ্য ঘুরে বোঝা গিয়েছে, আজ এই রাজ্যে লেখা পড়ার অধিকার নেই। এসএফআই যখন বলছে এই সব কথা, সরকার বলছে চুপ থাকতে। পুলিশকে তৃণমূল ব্যবহার করছে ছাত্রদের বিরুদ্ধে।
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে লড়াই করতে গিয়ে সুদীপ্ত গুপ্ত শহীদ হয়েছেন। এসএফআই’র চাপে সরকার বাধ্য হয়েছে অবৈধ ছাত্র সংসদ গুলির ঘরে তালা ঝোলাতে।
দেশে নয়া জাতীয় শিক্ষা নীতির মাধ্যমে শিক্ষায় গৈরিকীকরণ করছে বিজেপি। এই দুই সরকারের বিরুদ্ধে লড়াই, ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।
ছাত্র সংগ্রামের ওয়েব সাইট উদ্বোধন করলেন, ময়ূখ বিশ্বাস, দীপ্সিতা ধর।
মন্তব্যসমূহ :0