রাজু বিস্তা, দার্জিলিঙ লোকসভা আসনের বিদায়ী সাংসদ৷ এবারেও ওই আসন থেকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। শনিবার নির্বাচনী প্রচারে নেমে পড়লেন বিক্ষোভের মুখে। তাঁকে কালো পতাকা দেখানোর পাশাপাশি ওঠে গো ব্যাক স্লোগানও। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে চোপড়া বিধানসভার কাঁচাকালী এলাকায়।
জানা গেছে এদিন চোপড়া বিধানসভা এলাকায় প্রথম প্রচারে নামেন রাজু বিস্তা। কাঁচাকালী বাজার এলাকায় একটি মন্দিরে পুজো দিয়ে দাসপাড়ার উদ্দেশে বের হলে চুয়াগাড়ি চৌরঙ্গী মোড় এলাকায় তাঁকে ঘিরে ধরেন স্থানীয় মানুষ। দেখান বিক্ষোভ। এর আগেও গত অক্টোবর মাসে কালিম্পংয়ের বন্যা দুর্গত এলাকায় গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। সেদিনও তাঁকে নানা প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। তাঁকে ‘গো ব্যাক’ স্লোগানও দিতে শুরু করেন সেদিনও। গত ৫ বছরে সাংসদ হিসেবে তিনি কী করেছেন সেই স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ বিগত ৫ বছরে রাজু বিস্তা স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাড়িয়েছে। কোনও উন্নয়নমূলক কাজ তো করেনি। গত ৫ বছরে তাঁর সম্পদ বেড়েছে প্রায় ৩১ কোটি টাকার। পাহাড়ের মানুষের সাথে প্রতারণা করেছেন বিজেপি সাংসদ রাজু বিস্তা। মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া কিছুই দেয়নি বেজেপি।
সিপিআই(এম) দাসপাড়া লোকাল কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার বলেন, ‘‘কে বা কারো অভিযোগ জানিয়েছে তা জানা নেই। তবে গত পাঁচ বছর সাংসদ থাকাকালীন রাজু বিস্তাকে এলাকায় দেখা যায়নি। পাশাপাশি কোনও উন্নয়নমূলক কাজও করেননি। সেকারণে এদিন এলাকার মানুষ তাঁর বিরুদ্ধে স্লোগান তুলতেই পারেন। এটা হওয়ারই ছিল।’’
Lok Sabha Election 2024
দার্জিলিঙের বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, ‘গো ব্যাক স্লোগান’
×
Comments :0