সমাজ পরিবর্তনের ধারাকে প্রথম বিজ্ঞানসম্মত যুক্তির নিরিখে ব্যাখ্যা করেছিলেন কার্ল হাইনরিখ মার্কস। এ কাজে তাঁকে সহায়তা করে গিয়েছেন ফ্রেডরিক এঙ্গেলস। শুক্রবার কার্ল মার্কসের ২০৬ তম জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
বসু বলেন, সমাজ পরিবর্তনের ধারার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা হাজির করে তাঁরা দেখিয়েছিলেন যে শোষিত বঞ্চিত মেহনতি মানুষই একাদিন রাষ্ট্র পরিচালনার ক্ষমতা প্রয়োগ করবেন। ১৯১৭ সালে রাশিয়ার বুকে কমরেড লেনিনের নেতৃত্বে তা প্রমাণিত হয়। তার আগে প্যারি কম্যিউন গড়ে ওঠার পর্বে বোঝা গিয়েছিল শ্রমজীবীর নেতৃত্বাধীন রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠা সম্ভব।
শুক্রবার কলকাতায় ধর্মতলা চত্বরে মার্কস ও এঙ্গেলসের পূর্ণাবয়ব মূর্তিতে মালা দেন বিমান বসু। বামফ্রন্টের উদ্যোগে এদিন সকাল সাড়ে দশটায় শুরু হয় শ্রদ্ধাজ্ঞাপনের অনুষ্ঠান। শ্রদ্ধা জানান সিপিআই(এম)পলিটব্যুরো সদস্য সূর্য মিশ্র, পার্টি নেতা রবীন দেব, কল্লোল মজুমদার, অনাদি সাহু, মিনতি ঘোষ, তরুণ ব্যানার্জি সহ বিভিন্ন বামপন্থী গণসংগঠনের নেতৃবৃন্দ।
এদিন বিমান বসু সাংবাদিকদের বলেন, মার্কসবাদ অমোঘ কারণ এই তত্ত্ব কোনও আপ্তবাক্য নয়। আজ যখন দুনিয়ার বিভিন্ন প্রান্তে পুঁজিবাদের পুনর্নিমাণের নামে ধান্দার তত্ত্ব কায়েম করার অনবরত চেষ্টা বলছে তখনও আমেরিকা, জার্মান, ফ্রান্সে শ্রমজীবী মানুষ বঞ্চনার বিরদ্ধে লাগাতার ধর্মঘট, লড়াই চালিয়ে যাচ্ছেন।
Comments :0