শাহের পদত্যাগের দাবিতে শুক্রবার বিজয় চক থেকে সংসদ ভবন পর্যন্ত মিছিল করলেন ইন্ডিয়া সাংসদরা। হাতে আম্বেদকরের ছবি নিয়ে স্লোগান তোলেন তারা, তাদের দাবি আম্বেদকরকে নিয়ে শাহ যেই মন্তব্য করেছেন তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে।
তাদের অভিযোগ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে থানায় অভিযোগ করে শাহের মন্তব্য থেকে মানুষের নজর সড়াতে চাইছে বিজেপি। প্রিয়াঙ্কা গান্ধী এদিন বলেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের কেন্দ্রীয় সরকারের হতাশার প্রকাশ। তিনি আরও বলেন সংসদের ভিতর যে ভাবে আম্বেদকরকে অপমান করা হয়েছে তা গোটা দেশ মেনে নেবে না।
শুক্রবার প্রিয়াঙ্কা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘সরকার ভয় পায়। যে কোন বিষয় নিয়ে বিতর্কে তারা ভয় পায়, আদানি নিয়ে বিতর্ক হলে তারা ভয় পায়। আম্বেদকরকে নিয়ে তাদের মনোভাব রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণেই স্পষ্ট হয়ে গিয়েছে। তার ওই মন্তব্য নিয়ে এখন বিরোধীরা লাগাতার প্রতিবাদ চালিয়ে যাচ্ছে বলে বিরোধীদের ভয় পাচ্ছে তারা।’’
গতকালের ধাক্কা ধাক্কি এবং রাহুলের বিরুদ্ধে এফআইআর সম্পর্কে তিনি বলেন, ‘‘সরকার হাতাশায় ভুগছে তাই তারা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আমি রাহুল গান্ধীর বোন। আমি জানি তিনি কখনও এই ধরনের কাজ করতে পারে না। তিনি কাউকে ধাক্কা দেননি।’’
বৃহস্পতিবার ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে রাহুল গান্ধীর বিরুদ্ধে। পুলিশের পক্ষ থেকে ঘটনার সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে লোকসভার সচিবালয়ের কাছে। সূত্রের খবর রাহুল গান্ধীকে ডেকে জিঞ্জাসাবাদও করতে পারে পুলিশ।
বৃহস্পতিবার রাহুল সংবিধানের প্রতিলিপি সঙ্গে নিয়ে সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘আম্বেদকরকে ঘিরে বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সারা দেশ সোচ্চার। সেখান থেকে মুখ ঘোরাতেই এসব করছে বিজেপি।’’
অমিত শাহ সংবিধান সংক্রান্ত আলোচনায় সংসদে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে বলেন, ‘‘এখন একটা ফ্যাশান হয়ে গিয়েছে কথায় কথায় আম্বেদকার, আম্বেদকার বলা। এতো বার যদি ঈশ্বরের নাম নিতেন তাহলে স্বর্গ লাভ হতো।’‘
কেবল একটি বক্তব্য ঘিরেই নয় বিআর আম্বেদকর এবং সংবিধানের প্রশ্নে বিজেপি এবং তার ভিত্তি সংগঠন আরএসএস বারবারই বিরোধিতা করেছে বিভিন্ন প্রশ্নে। তার নমুনাও হাজির হয়েছে।
বিজেপি’র অভিযোগ, তাদের সাংসদ প্রতাপ সারঙ্গি এবং মুকেশ রাজপুত ‘রাহুলের ধাক্কায় আহত’।
গতকাল রাহুল বলেন, ‘‘অমিত শাহের ক্ষমাপ্রার্থনা এবং পদত্যাগের দাবি উঠেছে। তার কোনোটিই হয়নি। আজকে ঘটনা থেকে নজর ঘোরানোর নতুন তৎপরতা শুরু হয়েছে।’’
Parliament
শাহের পদত্যাগের দাবিতে সরব ‘ইন্ডিয়া’
×
Comments :0