KILIMANJARO SUBHAM CHATTERJEE

চাঁদের পাহাড়ে হিন্দমোটরের শুভম, স্বপ্ন আরও অভিযানের

জেলা

শিখরে শুভম। কিলিমাঞ্জারোর উহুরু শৃঙ্গে হিন্দমোটরের শুভম চ্যাটার্জি।

শুভ্রজ্যোতি মজুমদার

একেবারে সাধারণ পরিবার থেকে স্বপ্ন বুকে নিয়ে আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো পর্বতমালার উহুরু শৃঙ্গে পৌঁছালেন হিন্দমোটরের শুভম চ্যাটার্জি। 

বাঙালির কাছে মাউন্ট কিলিমাঞ্জারো মানে ‘চাঁদের পাহাড়’, বিপদের স্রোতে সাঁতরে উপন্যাসের শঙ্করের মতো অভিযানের নেশা।

শুভম চ্যাটার্জির বয়স এখন ২৮। বিভিন্ন পর্বতশৃঙ্গ চড়ার ইচ্ছা অনেক দিনের। 

এদিন একান্ত আলাপচারিতায় (দেখুন ভিডিও) শুভম জানান, ‘‘আমার একটা ছোট স্বপ্ন আছে। ৭ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ও আগ্নেয়গিরি আছে যেখানে, সেগুলিতে সামিট করার। সেই স্বপ্ন বুকে করেই আফ্রিকা মহাদেশের তানজানিয়ায় কিলিমাঞ্জারো পর্বতমালায় অভিযানে গিয়েছি।’’

শুভম জানাচ্ছেন, ‘‘এই মাসের ২০ তারিখ আমি সামিট করেছি। আফ্রিকা গিয়েছিলাম সেই লক্ষ্য থেকেই। ২৫ বছরের মধ্যে যদি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি তাহলে একটা বিশ্ব রেকর্ড করতে পারব। ৭০০০ ও ৮০০০ মিটার উচ্চতার পর্বতশৃঙ্গ অভিযানের ইচ্ছা আছে। আগ্নেয়গিরি সুপ্ত হলে এক রকম, সক্রিয় হলে প্রাণের প্রবল ঝুঁকি থাকে।’’ 

ভয় করে না

শুভম বলছেন, ‘‘আমার লক্ষ্য আছে জাপানের মাউন্ট ফুজি সামিট করার। যদিও এই ইচ্ছে বিপুল ব্যয়সাপেক্ষ। এটা করতে গেলে অন্য ইচ্ছাগুলো পূরণ করা কঠিন হবে। তাই এখনই ওই অভিযানের চিন্তা করছি না।’’ 

শুভম বলছেন পাহাড় আমাকে টানে। কাজের ফাঁকে সময় বাঁচিয়ে পাহাড়ে ছুটে যেতে যেতেই পর্বতারোহনের নেশা চেপে যায়। এখনও স্পনসর পাইনি তবে কোন সংস্থা বা সরকার সাহায্যে এগিয়ে আসলে স্বাগত।’’

সম্প্রতি সিপিআই(এম) কোতরং-হিন্দমোটর এরিয়া কমিটির উদ্যোগে এরিয়া সম্পাদক রজত ব্যানার্জি ও স্থানীয়রা হিন্দমোটরের এই কৃতী সন্তানকে সম্বর্ধনা জানিয়েছেন। ডিওয়াইএফআই, এসএফআই, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কোতরং আঞ্চলিক কমিটিও শুভমকে সম্বর্ধনা জানিয়েছে।

Comments :0

Login to leave a comment