Basirhat

দাওয়ায় বৈঠকি আড্ডায় রাজনীতির কথা

জেলা

Basirhat

সারাদিন চাষের কাজ, খেতমজুরিতে ব্যস্ত থাকে গ্রামীণ শ্রমজীবি মানুষ। দোড়গোড়ায় পঞ্চায়েত ভোট। সময় খুব কম।সন্ধ্যায় গঞ্জ এলাকায় মানুষের ভিড় বাড়ে। সারাদিনের ক্লান্তি কিছুটা লাঘব হয় তাতে। তাই একটু বৈঠকি আড্ডা, রাজনৈতিক আলাপ আলোচনা হলে তো বাড়তি পাওনা বটেই। সেই লক্ষ্যকে সামনে রেখে বসিরহাট-১ব্লকের। গঞ্জ এলাকাগুলি বা পাড়ায় পাড়ায় মানুষের দাওয়ায় বৈঠকি আলোচনায় ব্যস্ত সিপিআই(এম) সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ। শনিবার তেমনি একটি বৈঠকি সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য রাজুর আহমেদ সহ অন্যান্য বামফ্রন্ট নেতৃবৃন্দ।
আলোচনায় উঠে এলো গত পাঁচ বছরে তৃণমূলের লুট চুরি সহ খেটেখাওয়া মানুষের বঞ্চনার কথা। ঘর গেরস্থহালীর কাজ সামলে মহিলারাও অংশ নেয়। বাড়ি বাড়ি প্রচারের কাজ চলছে সমান তালে।

Comments :0

Login to leave a comment