বাংলাদেশের জনপ্রিয় রক সংগীত গায়ক জেমসের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বাংলাদেশের ফরিদপুরের একটি স্কুলে অনুষ্ঠান করছিলেন জেমস। সেখানেই পাথর ও ইট দিয়ে অনুষ্ঠানস্থলে আক্রমণ করা হয় বলে জানিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার। ঘটনায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
শুক্রবার রাত ৯তার সময় ঘটনাটি ঘটেছে। ওই স্কুলের ১৮৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগীত পরিবেশনা করার কথা ছিল। সংবাদ সংস্থা জানিয়েছে যে আক্রমণকারীরা ইট-পাথর ছুঁড়ে এবং অনুষ্ঠানস্থল ভাঙচুর করেছে। ফলে কমপক্ষে প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। আয়োজকরা বলেছেন, "বহিরাগতরা এই হামলা চালিয়েছে। আক্রমণকারীরা জোর করে প্রবেশের চেষ্টা করে এবং মঞ্চ সহ অনুষ্ঠানস্থলে ভাঙচুর চালায়।"
মুহূর্তের মধ্যে হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নিন্দার ঝড় উঠে। ভাঙচুরের জন্য উগ্র মৌলবাদী গোষ্ঠীগুলিকে দায়ী করেছে সোশ্যাল মিডিয়া একাংশ।
Comments :0