Dooars Tourism

বড়দিনের ছুটি কাটাতে ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলিতে ভিড়

জেলা

বড়দিনের ছুটিতে মানুষের ভিড় উপচে পরল ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে। মালবাজার শহর লাগোয়া পাহাড়ি গরুবাথান ব্লকের লোহাপুল, চেলখোলা, পাঁপড়খেতি, ডালিমটার, ডুয়ার্সের মূর্তি, লাটাগুড়ি, সামসিং এর রকি আইল্যান্ড, লালিগুড়াস, ঝান্ডি, বিন্দু, ঝালং সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে সাধারণ মানুষের ভিড় জমলো বড়দিনের  ছুটিতে।  বৃহস্পতিবার দুপুর থেকেই সাধারণ মানুষের ভিড় হওয়া শুরু করে। মানুষের এই ভিড়ে হাসি ফুটেছে পর্যটন কেন্দ্রগুলিতে অবস্থিত ব্যবসায়ীদের মুখেও। 
ডুয়ার্স অঞ্চলের মূর্তি। পর্যটন মানচিত্রে মূর্তি এক বিশেষ স্থান অর্জন করে রয়েছে। সামনে গরুমারা জঙ্গল, পাশ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা পাহাড়ি  মূর্তি নদী। মূর্তির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের টানেই এদিন বিভিন্ন এলাকার মানুষের ভিড় জমান মূর্তিতে। মূর্তির 'আই লাভ মূর্তি' ফলকের সামনে দাঁড়িয়ে  অনেককেই ছবি তুলতে দেখা যায়। অনেকেই মূর্তি নদীতে নেমেও ছবি তোলেন । মানুষের ভিড় থাকায় এদিন মূর্তি পর্যটন কেন্দ্রে টহলদাড়ি দিতে দেখা যায় চালসা রেঞ্জের বনকর্মী ও টুরিস্ট বন্ধু পুলিশকে। এদিন বহু মানুষ মূর্তিতে এসে ঘোড়া সাফারিও করেন। এদিন কোচবিহার থেকে সপরিবারে মূর্তিতে বেড়াতে এসেছিলেন নব দম্পতি কল্যাণ মোদক ও মাম্পি মোদক সরকার। তারা বলেন, "বড়দিনের ছুটি উপলক্ষে এদিন সপরিবারে মূর্তি বেড়াতে এসেছি। দিনটা দারুন উপভোগ করলাম"। মূর্তির ব্যবসায়ী আফজাল হোসেন বলেন, "এদিন মূর্তিতে দুপুর থেকেই মানুষের ভিড় হওয়া শুরু করে। মানুষের ভিড়ে ব্যবসা ভালো হয়েছে"। পাশাপাশি বিভিন্ন পাহাড়ি পর্যটন এলাকাগুলিতেও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। 
একদিকে কুয়াশাচ্ছন্ন ঠান্ডা আবহাওয়া, অপরদিকে ছুটির আমেজে শীতের দুপুর থেকেই ভিড় জমতে শুরু করে ডুয়ার্সের পর্যটন কেন্দ্র গুলিতে। খরস্রোতা পাহাড়ি নদীর ধারে পিকনিক করতে দেখা যায় অনেককেই। বড়দিনের ছুটিতে দাঁড়িয়ে উপভোগ করলেন পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। কার্যত ছুটির মুডে ডুয়ার্স সহ পার্শবর্তী জেলাগুলির মানুষজন। কোচবিহার জেলার বিভিন্ন শহর গ্রামীণ এলাকা থেকে বহু মানুষ পিকনিক করতে আসেন ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। এদিন পিকনিকের আবহে মেতে উঠতে দেখা যায় সাধারণ মানুষদের। মালবাজার শহরের সুভাষ মোড় সংলগ্ন এলাকার ব্যবসায়ী বিমল বর্মন জানালেন, " একদিকে ঠান্ডা অন্যদিকে ছুটি সব মিলিয়ে ছুটির আমেজকে ভালোই ভাবেই কাজে লাগিয়েছেন সাধারণ মানুষ। পার্শ্ববর্তী বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে যাবার আগে চা খেতে দোকানে আগমন ঘটে বহু মানুষের। বেড়ানোর ফাঁকে চা পানের বিরতিতে দোকানে বেশ ভালই বেচাকেনি হয়েছে"। বাগড়াকোটের লুপ পুলেও ভিড় জমান ভ্রমণপিপাসুরা।

Comments :0

Login to leave a comment