Chopra Mansoor Alam

চোপড়ার নিহত মনসুর আলমের পরিবারকে আর্থিক সাহায্য

জেলা

Chopra Mansoor Alam


চোপড়ার লড়াইকে আরও প্রসারিত করতে সাহায্যের হাত বাড়িয়েছেন বহু সহযোদ্ধারা। রবিবার সিপিআই(এম) জেলা দপ্তরে চোপড়ার শহীদ কমরেড মনসুর আলমের পরিবার এবং আহত যোদ্ধাদের সাহায্যার্থে পার্টির রায়গঞ্জ শহর এরিয়া কমিটির পক্ষ থেকে জেলা সম্পাদক আনোয়ারুল হকের হাতে ২৫,০০০ টাকা তুলে দিলেন পার্টির এরিয়া কমিটির সম্পাদক তীর্থ দাস। উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম পাল। 


সিপিআই(এম) জেলা সম্পাদক আনোয়ারুল হক বলেন, চোপড়া  দাসপাড়া এলাকার ছাত্র আন্দোলনের সৈনিক কমরেড মসনুর আলম। ভোটের মনোনয়ন পত্র হাতে নিয়ে আসার সময় তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিদের গুলিতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পরেন। অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচানো গেল না। পঞ্চায়েতের ভোটের শহীদ হলেন কমরেড মনসুর আলম। গুরুতর আহত আরও অনেকে। আদালতে মামলা শুরু হয়েছে। 
প্রান্তিক গ্রামের অসহায় পরিবার গুলোকে পার্টির পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে। আবেদনের ভিত্তিতে সাহায্যের হাত বাড়িয়েছেন বহু সহযোদ্ধারা।চারদিন ধরে রায়গঞ্জের পার্টি কর্মীরা অর্থ সংগ্রহ করে চোপড়ার লড়াইকে সংহতি জানিয়ে সাহায্যে হাত বাড়িয়ে দিলেন।  

Comments :0

Login to leave a comment