‘গণশক্তি’-র খবরের জেরে কাজ ফিরে পেলেন মিড ডে মিল কর্মীরা। বিধায়কের নির্দেশে হুগলী গার্লস স্কুলের এই কর্মীদের ছাঁটাই হয়। প্রতিবাদে নামে মিড ডে মিল কর্মী ইউনিয়ন।
গত ৯ মার্চ ডিএ আন্দোলনের ধর্মঘটের দিন হুগলী গার্লস স্কুলে পঠনপাঠন বন্ধ ছিল। শিক্ষিকাদের পাশাপাশি আন্দোলনের সংহতিতে কাজে যোগ দেননি মিড ডে মিল কর্মী এবং স্কুলের নিরাপত্তা কর্মী।
এখন ধর্মঘটের দিন মিড ডে মিলের কর্মীরা স্কুলে আসেননি বলে স্থানীয় বিধায়কের নির্দেশে স্কুল কর্তৃপক্ষ মিড ডে মিলের কর্মীদের ১ আগস্ট থেকে ছাঁটাই করে।
হুগলী জেলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন প্রতিবাদে ছাঁটাই কর্মীদের নিয়ে স্কুল গেটে প্রতিবাদ আন্দোলন শুরু করে। আন্দোলনের চাপে ছাঁটাই মিড ডে মিলের কর্মীরা কাজে পুনর্বহাল হয়।
পৌরপ্রধান এবং সদর মহকুমা শাসকের কাছে ছাঁটাই কর্মীদের পুনর্বহালের দাবিতে ডেপুটেশন দেয় মিড ডে মিল কর্মী ইউনিয়ন। জানা গিয়েছে আন্দোলনের চাপে বিধায়ক স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেন থেকে কর্মীদের কাজে পুনর্বহাল করার জন্য। মিড ডে মিলের কর্মীরা আজ কাজে যুক্ত হয়েছে।
হুগলী জেলা জেলা মিড ডে মিল ইউনিয়নের সম্পাদিকা সেবা সাহা এই আন্দোলনে যুক্ত সকলকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘‘মিড ডে মিলের কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে সর্বত্র লড়াই আন্দোলনের আহ্বান জানিয়েছেন। সিআইটিইউ হুগলী জেলা কমিটির নেতা গুরুদাস ব্যানার্জি, শিবাজী মিত্র যুক্ত ছিলেন আন্দোলনে।
Comments :0