VIETNAM HEATWAVE

ভিয়েতনামে ৪৪.১ ডিগ্রি, ঝলসে যাচ্ছে জনজীবন

আন্তর্জাতিক

VIETNAM HEATWAVE

তাপমাত্রায় নজির গড়ল ভিয়েতনাম। উত্তরের থান হো প্রদেশে ৪৪.১ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছেছে তাপমাত্রা। চার বছর আগে ৪৩.৪ ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছেছিল ভিয়েতনামের মধ্যভাগের কিছু এলাকায়। 

সংবাদসংস্থা এএফপি’কে ভিয়েতনামের জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ নগুয়েন গক হুয়ে বলেছেন, ‘‘এই নতুন নজির যথেষ্ট উদ্বেগের। বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের নিরিখেই তাপমাত্রা বেড়ে যাওয়ার বিষয়টিকে দেখতে হবে।’’ 

হুয়ের সংযোজন, ‘‘এই নজির আচমকা নয়। এমনটা চলতেই থাকবে। বিশ্বের তীব্র তাপপ্রবাহের অনুমান করে তৈরি বিভিন্ন বৈজ্ঞানিক মডেলের অনুমান মিলে যাচ্ছে। 

সংবাদ প্রতিষ্ঠান বিবিসি জানাচ্ছে যে বহু মানুষই সকাল দশটার মধ্যে কাজ গুটিয়ে দিচ্ছেন। কৃষকরা বলেছেন, তীব্র তাপপ্রবাহের সময় ঘরের বাইরে থাকা যাচ্ছে না। কাজ শুরু করতে হচ্ছে আগে। বেলা দশটার মধ্যে কাজ শেষ করে দিতে হচ্ছে। 

রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক গোষ্ঠী এর আগে লক্ষ্য জানিয়েছে। বলা হয়েছে যে ইউরোপে শিল্পবিপ্লবের ঠিক আগের তুলনায় দেড় ডিগ্রি বেশি তাপমাত্রায় পৌঁছানো যাবে না। বিশ্ব তাপমাত্রার গড় এর মধ্যে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেড়ে রয়েছে। ২০৩০’র মধ্যে ১.৫ ডিগ্রি অতিক্রম করার আশঙ্কা রয়েছে। 

কেবল ভিয়েতনামই নয়, এই ভৌগলিক অঞ্চলের একাধিক দেশেই তীব্র তাপমাত্রা টের পাওয়া যাচ্ছে। থাইল্যান্ডের ম্যাক প্রদেশে ৪৪.৬ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছেছে তাপমাত্রা। বার্মার পূব দিকের একটি শহরে, দশকের সর্বোচ্চ, ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে তাপমাত্রা। ভারত বা বাংলাদেশেই স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা দেখা গিয়েছে। 

আবার পশ্চিম গোলার্ধে স্পেনের করডোবা বিমানবন্দরেও ৩৮.৮ ডিগ্রি তাপমাত্রা দেখা গিয়েছে। ইউরোপের বিভিন্ন অংশ তাপপ্রবাহের মুখে পড়ছে। 

ভিয়েতনামে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, বর্ষার আগে তাপমাত্রা বরাবরই বেশি থাকে। কিন্তু এ যেন ঝলসে দেওয়া তাপপ্রবাহ।      

Comments :0

Login to leave a comment