Protest in Islampur

রাস্তা সংস্কারের দাবিতে ইসলামপুরে অবরোধ বিক্ষোভ

জেলা

Protest in Islampur মহিলারা রাস্তা বাঁশ দিয়ে আটকে অবরোধ করেছেন।



রাস্তা সংস্কার এবং জল নিকাশী করার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কলেজ মোড় এলাকায়। পঞ্চায়েত ভোটের আগে তাদের দাবি মানা না হলে ভোট বয়কটের পথে হাটবেন বলে আন্দোলনকারিরা হুমকি দিয়েছেন। 


সূত্রের খবর, ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের কলেজ মোড় সংলগ্ন রাস্তা প্রায় দীর্ঘদিন যাবদ বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টি হলেই বৃষ্টির জল দাঁড়িয়ে যায়। রাস্তায় খানাখন্দ থাকায় কলেজের ছাত্রছাত্রীদের যাতায়াতের চরম অসুবিধা হয়। স্থানীয় বাসিন্দারা রাস্তা মেরামতির জন্য স্থানীয় ইসলামপুর পঞ্চায়েতকে লিখিতভাবে জানালেও কাজের কাজ কিছুই হয় নি। গত কয়েকদিন যাবদ ইসলামপুরে বৃষ্টি শুরু হয়েছে৷ বৃষ্টি শুরু হতেই নিকাশী নালা না থাকায় রাস্তায় বৃষ্টির জল দাঁড়িয়ে গেছে। বৃষ্টির জল দাঁড়িয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। বেহাল রাস্তা সংস্কার এবং নিকাশী নালা তৈরীর দাবিতে এলাকার মহিলারা রাস্তা বাঁশ দিয়ে আটকে রাস্তা অবরোধ শুরু করেছেন। আন্দোলনকারিরা জানিয়েছেন, এই পথ দিয়ে কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করে। বর্তমানে কলেজের পরীক্ষা চলছে। রাস্তা বেহাল থাকায় তারা এই পথ দিয়ে যাতায়াত বন্ধ করে দেবেন। এই আন্দোলনে প্রশাসনে টনক না নড়লে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের পথে যেতে তারা বাধ্য হবেন বলে আন্দোলনকারিরা হুমকি দিয়েছেন।

Comments :0

Login to leave a comment