সীমান্তে উত্তেজনা বৃদ্ধির অভিযোগে ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে কেন্দ্রীয় সরকার। এই ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার একদিন পর এই ঘটনা ঘটল।
বিদেশ মন্ত্রকের তরফে তলব করার পর নুরুল ইসলামকে সাউথ ব্লক থেকে বেরিয়ে যেতে দেখা যায়।
দ্বিপক্ষীয় চুক্তি লঙ্ঘন করে ভারত-বাংলাদেশ সীমান্তের পাঁচটি স্থানে ভারত বেড়া নির্মাণের চেষ্টা করছে বলে ঢাকার অভিযোগের পর ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বেড়েছে।
বাংলাদেশের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, লালমনিরহাট ও তিন বিঘা করিডোরসহ পাঁচটি এলাকায় সংঘাত দেখা দিয়েছে।
চৌধুরী দাবি করেন, পূর্ববর্তী সরকারের স্বাক্ষরিত ভারসাম্যহীন চুক্তির কারণে বাংলাদেশ-ভারত সীমান্তে বেশ কয়েকটি সমস্যা দেখা দিয়েছে। তিনি ২০১০ থেকে ২০২৩ সালের মধ্যে ১৬০টি স্থানে বেড়া দেওয়ার বিষয়ে বিরোধ সৃষ্টি করার জন্য শেখ হাসিনার নেতৃত্বাধীন পূর্বতন সরকারের সমালোচনা করেন।
এদিকে, রবিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকে প্রবেশ করা ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বৈঠকের পর বলেন, নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সমঝোতা রয়েছে।
তিনি বলেন, আমাদের দুটি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি (বর্ডার সিকিউরিটি ফোর্স ও বর্ডার গার্ড বাংলাদেশ) এ বিষয়ে যোগাযোগ রাখছে। আমরা আশা করি যে এই বোঝাপড়া বাস্তবায়িত হবে এবং সীমান্তে অপরাধ মোকাবেলায় একটি সহযোগিতামূলক পদ্ধতি থাকবে।
India-Bangladesh conflict
সীমান্তে উত্তেজনার মধ্যেই একে অপরের রাষ্ট্রদূতকে তলব বাংলাদেশ-ভারতের
×
Comments :0