Trump-Modi meeting

আমদানি শুল্ক কমাবে দু’দেশ, ট্রাম্প-মোদী বৈঠকের পর দাবি ভারতের

আন্তর্জাতিক

ভারতের উপর চড়া হারে মাশুল বসিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ভারতের দাবি, দ্বিপাক্ষিক বাণিজ্যের পক্ষে ইতিবাচক আলোচনা হয়েছে রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে বৈঠকে। 
ট্রাম্প-মোদী বৈঠকের পর, শুক্রবার, সাংবাদিক সম্মেলন করেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেছেন যে দুই নেতা দু'দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক বহু ক্ষেত্রভিত্তিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিকল্পনা ঘোষণা করেছেন। পণ্য এবং পরিষেবা বাণিজ্যে প্রথম ধাপের সমঝোতা চূড়ান্ত করা হবে চলতি বছরের শেষে। সেই লক্ষ্যে দু'দেশের সংশ্লিষ্ট অংশ মতবিনিময় চালাবেন। 
উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ভারতের সমালোচনা করেন। ট্রাম্প বলেন যে প্রতিটি মার্কিন পণ্যের উপর ভারতের শুল্কের হার প্রায় সব দেশের চেয়ে চড়া। আমেরিকাকেও তার পাল্টা আমদানি শুল্ক বসাতে হবে। 
উল্লেখ্য বিভিন্ন দেশের উপরই আমদানিতে চড়া হারে পালটা শুল্ক বসানোর ঘোষণা করেছেন ট্রাম্প। 
আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, বিদেশ সচিবের বক্তব্যেই স্পষ্ট যে মার্কিন অনুগত বিদেশ নীতি নিয়েই চলবেন নরেন্দ্র মোদী। সম্প্রতি হাতকড়া পরিয়ে অভিবাসী ভারতীয়দের অবৈধ ঘোষণা করে ভারতে ফেরত পাঠিয়েছে আমেরিকা। সরাসরি কোন প্রতিবাদ করার সাহস দেখায়নি নরেন্দ্র মোদী সরকার। এবার বৈঠকের মুখে চরা সুল্কের খাড়া ঝুলিয়ে তথাকথিত সমঝোতা শুরু করলেন ট্রাম্প। এরপরও ভারত কোন সমালোচনা করেনি। 
এদিন মিশ্রি বলেছেন, বৈঠকে আমদানি শুল্ক কমাতে সম্মত হয়েছে দু’দেশই। আধুনিক প্রযুক্তির ক্ষেত্রগুলিতে নতুন বিনিয়োগের আলোচনা হয়েছে।

Comments :0

Login to leave a comment