Interview Md Salim

পঞ্চম দফার আগে মহম্মদ সেলিমের সাক্ষাৎকার (দেখুন ভিডিও)

রাজ্য লোকসভা ২০২৪

দেশে আমরা বাম-কংগ্রেস বলেছিলাম সংবিধানকে বাঁচাতে হবে। দিল্লি থেকে বিজেপি’কে সরাতে হবে। আরএসএস’র গেমপ্ল্যান ‘হিন্দুরাষ্ট্র’ তৈরি করা তাকে বন্ধ করতে হবে। রাজ্যে চেয়েছিলাম জনতার হক, রুজি-রুটি নিয়ে ভোট হোক। এবার সেই বিষয়গুলি নিয়ে ভোট হচ্ছে রাজ্যে।


চার দফা ভোট শেষ। পঞ্চম দফার ভোট ২০ মে। তার ঠিক আগে ‘গণশক্তি’-কে সাক্ষাৎকারে এই মত জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
তিনি বলেছেন, ‘‘চারটি দফায় গোট দেশে রাজ্যে ভোট হয়েছে। বিজেপি’র অবস্থা খারাপ। ফলে তৃণমূলের অবস্থাও খারাপ। বিজেপি’র ভয় দেখিয়েই তো তৃণমূল ভোট পেয়েছিল। পঞ্চায়েত নির্বাচনেও তাই হয়েছে।’’ 
সেলিম বলেন, ‘‘এরাজ্যে এখন সরাসরি লড়াই, একদিকে বাম এবং কংগ্রেস। অন্যদিকে, কোথাও তৃণমূল আর কোথাও বিজেপি। এটা নদীয়ার ক্ষেত্রে, এটা পুরুলিয়ার ক্ষেত্রে এটা বর্ধমানের ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আমাদের কমরেডরা মাটি কামড়ে লড়ে যাচ্ছেন। যারা সরে গিয়েছিল, মিথ্যা মামলার শিকার হয়েছিল, সেই অংশ ফিরে এসেছে।’’ 
প্রচারের জোর বুঝিয়ে তিনি বলেন, ‘‘একইদিনে কুড়ি-বাইশটি জায়গায় সভা হচ্ছে। তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া কথা বলছে না। এটা দেশের ভোট, রাজ্যের নয়। অথচ লক্ষ্মীর ভাণ্ডার দেখিয়ে ভয় দেখাচ্ছে, বন্ধ হয়ে যাবে। আবার অন্য রাজ্যে এমন প্রকল্প আছে যেখানে মহিলাদের আরও বেশি অনুদান দেওয়া হয়। কেরালাতেই আছে। আসলে দিল্লিতে মোদী সরলে ২০২৬ সালে নবান্ন থেকে তৃণমূল সরব। সে কারণে ভয় থেকে বলছে।’’ 
সেলিমের প্রশ্ন, ‘‘আমরা তো প্রকল্প চালু করেছিলাম। আমরা সরকারে নেই বলে কী প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে?’’

(সাক্ষাৎকার প্রতীম দে এবং সৌরভ গোস্বামী)

Comments :0

Login to leave a comment