খুন করার অভিযোগ তুলেছে পরিবার। আরজিকরে চিকিৎসক ছাত্রীর মৃত্যুতে দোষীদের আড়াল করার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধেও। শুক্রবার রাতে আরজি কর হাসপাতালে ছাত্রীর দেহ নিয়ে যাওয়ার সময় গাড়ি আটকে দাঁড়ালো ডিওয়াইএফআই। যুব সংগঠন বলেছে, দেহ নিয়ে পালিয়ে যাচ্ছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে জানানো হয়েছে।
এদিন এই পড়ুয়া চিকিৎসকের মৃত্যুতে তোলপাড় হয়েছে আরজি কর হাসপাতালে। হাসপাতালেই পড়ুয়া চিকিৎসকের দেহ মিলল। বৃহস্পতিবার রাতে কর্তব্যরত ছিলেন তিনি। হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার রুমে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি এই চিকিৎসকের দেহ মিলেছে।
চিকিৎসক পড়ুয়ার দেহে দশ জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ধর্ষণ করে খুনের প্রমাণ মিলেছে ময়না তদন্তের রিপোর্ট। পুলিশ আধিকারিক জানিয়েছেন যে আরজি কর হাসপাতালের এমারজেন্সি বিল্ডিংয়ের সেমিনার হলে পাওয়া যায়। অন্য ছাত্রছাত্রীরাই ঘটনাটি জানান। মৃত চিকিৎসক ছাত্রীর সঙ্গেই ডিউটিতে ছিলেন তাঁরা।
সরকারি চিকিৎসক সংগঠনের অন্যতম নেতা মানস গুমটা বলেছেন, ‘‘ভয়ঙ্কর ঘটনা। পশ্চিমবঙ্গে অতীতে কখনও এমন হয়নি। কেবল চিকিৎসকদের বিষয় এটি নয়। সারা রাজ্যের মানুষ এর নিন্দা করবেন। পশ্চিমবঙ্গ দুষ্কৃতীদের দখলে চলে গিয়েছে।’’
চিকিৎসক গুমটা বলেছেন, ‘‘প্রশাসনের যা ভূমিকা, তাতে আমাদের আশঙ্কা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে।
ডিওয়াইএফআই নেত্রী সম্পাদক মীনাক্ষী মুখার্জি বলেছেন, পরিবারের সঙ্গে কথা বলতে দিন। পরিবারের দাবি অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশকে সঠিক তদন্ত করে খুনিদের শাস্তি দিতে হবে। দেহ নিয়ে পালিয়ে যাওয়া চলবে না।
RG Kar Student Death
দেহ নিয়ে পালাচ্ছে পুলিশ, আরজি করে বাধা যুবদের
×
Comments :0