Cooch Behar

স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু

জেলা

জামাই ষষ্ঠীর দিনই স্বামীর ধাঁরালো অস্ত্রের আঘাতে মর্মান্তিক ভাবে খুন হতে হলো স্ত্রীকে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ ১নং ব্লকের নাটাবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাড়ালজানি গ্রামে। মৃতা গৃহবধুর নাম মালতি নারায়ণ, তাঁর বয়স ৪৫বছর। অভিযুক্ত স্বামীর নাম নব কুমার নারায়ণ। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। 
জানা গেছে , এদিন সকালে নব কুমার নারায়ণ বাজার থেকে মাংস কিনে আনেন বাড়িতে। এই মাংসই স্বামী স্ত্রী দুজনে মিলে পরিষ্কার করছিলেন।  হঠাৎই হিংস্র হয়ে ওঠেন নবকুমার, ধাঁরালো অস্ত্র দিয়ে আকস্মিকভাবে তিনি আক্রমণ করেন নিজের স্ত্রীকে। আর এখানেই মাটিতে লুটিয়ে পড়েন স্ত্রী মালতি দেবী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।  ইতিমধ্যে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে নবকুমার নারায়ণকেও। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতার ছেলে বাপ্পা নারায়ণ জানান, তার বাবা দীর্ঘ প্রায় ১৪ বছর যাবত মানসিক ভারসাম্যহীন। চিকিৎসাও চলছে তাঁর। সম্প্রতি তার এই মানসিক ভারসাম্যহীনতা চরম আকার নিতে শুরু করে। বৃহস্পতিবার তাঁকে তুফানগঞ্জ মানসিক হাসপাতালে নিয়ে আসার কথা ছিল। কিন্তু এদিনই ঘটে গেল এই ভয়াবহ খুনের ঘটনা। 

Comments :0

Login to leave a comment