NATUNPATA | COLOURFUL FEST POETRY — SUBRATA CHOWDHARY — 25 MARCH 2024

নতুনপাতা | রঙউৎসবের কবিতা — রংয়ের খেলা | সুব্রত চৌধুরী — ২৫ মার্চ ২০২৪

ছোটদের বিভাগ

NATUNPATA  COLOURFUL FEST POETRY  SUBRATA CHOWDHARY  25 MARCH 2024

নতুনপাতা  

রঙউৎসবের  কবিতা

রংয়ের খেলা
সুব্রত চৌধুরী

কোকিল ডাকে কুহু কুহু
আবীর রাঙা ভোর,
দোলের রংয়ে খুললো সবার
বদ্ধ মনের দোর।
ফাগের রংয়ে রংগীন  আজি
খোকা খুকুর মন,
কলির সাথে অলি করে
মধুর আলাপন।
বসন্তরেই  রূপের ছটা
চোখে মুখে লাগে,
মনটা খুকুর হয়  উচাটন 
রক্ত রাঙা ফাগে।
জমছে দোলে পিচকারিতে
রং গুলানো জলে,
রংয়ের বেলুন হাতে  সবাই
ছুটছে দলে দলে।
দোলের  দিনে টোকাই সোনার
মেঘে ঢাকা মুখ,
বস্তা কাঁধে কাগজ কুড়োয়
পায় না  দোলের  সুখ।

আটলান্টিক সিটি, নিউ জারসি, যুক্তরাষ্ট্র 


 

Comments :0

Login to leave a comment