প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে তৈরি ফ্রান্স, জানিয়েছেন সেই দেশের রাষ্ট্রপতি ইমেলুয়াল ম্যাক্রো। তিনি জানিয়েছেন সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসঙ্ঘে ফ্রান্সের পক্ষ থেকে প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। প্রথম জি৭ দেশ হিসাবে ফ্রান্স প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে চলেছে। এর আগে প্যালেস্তাইনের প্রতি সংহতি জানিয়ে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। প্যালেস্তাইনের সংগ্রামকে সব সময় সংহতি জানিয়েছে ভারত। কিন্তু মোদী সরকারের আমলে সেই নীতি থেকে সড়ে এসেছে ভারত।
অন্যদিকে ব্রিটেন সরকারের ওপরও চাপ বাড়াচ্ছে সেই দেশের সাংসদরা। ব্রিটিশ সাংসদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার সেই দেশের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে স্টার্মার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি পাওয়া সেই দেশের নাগরিকদের অধিকার, কিন্তু তার আগে ইজরায়েলের সাথে তাদের যুদ্ধ বিরতি প্রয়োজন।
তবে ফ্রান্সের এই ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও’র কথায় ফ্রান্সের এই সিদ্ধান্ত হামাসের স্বার্থ রক্ষা করবে।
Palestine and France
প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স

×
Comments :0