কলকাতায় ফের অগ্নিকান্ড। বাইপাসের ধারে একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পরে আশেপাশের ঝুপড়িতে। ভস্মীভূত বেশ কয়েকটি ঝুপড়ি। (দেখুন ভিডিও)
বুধবার দুপুরে বাসন্তী হাইওয়ে লাগোয়া ধাপা এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। প্লাস্টিকের গুদাম হওয়ার দরুন এখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। তা থেকেই ছড়ায় আগুন। খবর দেওয়া হয় দমকল বিভাগে। কিন্তু সাথিও বাসিন্দাদের অভিযোগ দমকলের গাড়ি সঠিক সময়ে না আসার জন্যই আগুন ছড়িয়ে পড়েছে। দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। কী ভাবে ওই গুদামে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। দমকলের তরফে জানানো হয়েছে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে।
চলতি বছরে বাইপাস ধাপা সংলগ্ন এলাকায় বেশ কয়েকবার আগুন লাগার ঘটনা ঘটেছে।
মন্তব্যসমূহ :0