NATUNPATA / KABITA / AGAMIDIN

নতুনপাতা কবিতা / আগামীদিন / নির্মলেন্দু শাখারু

ছোটদের বিভাগ

NATUNPATA  KABITA  AGAMIDIN

আগামীদিন
  নির্মলেন্দু শাখারু

আগামীদিন কেমন যাবে
ভাবছ বলা যায় সহজে,
আসলে তা নয় বৃষ্টি হবে
আকাশ দেখে তাই কহ যে।

অনুমানে ঢিল মারা যায়
আবহাওয়ার বার্তা যেমন,
দোষ তাতে কি ভাবতে থাকি
ভরসা মনে আসে কেমন!

তবু বলি লক্ষ্য নিয়ে
হয় যদি সেই পথে চলা,
আগামীদিন কেমন যাবে
যায় সহজে তবেই বলা।

আগামীদিন ভিত জীবনের
সামনে রেখে উঠবে গড়ে,
আগামীদিন উত্তরণের
জীবন আলোয় উঠবে ভরে!

Comments :0

Login to leave a comment