বাতিল করতে হয়েছে তিন কৃষি আইনকে। তীব্র আন্দোলনের চাপে পিছাতে হয়েছিল নরেন্দ্র মোদী সরকারকে। এবার সেই আইনের লক্ষ্য পূরণে আনা হয়েছে ‘কৃষি বিপণন সংক্রান্ত জাতীয় কাঠামো’-র প্রস্তাব। বক্তব্য জানাতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা সময় চাইল সংযুক্ত কিসান মোর্চা।
দেশের কৃষক আন্দোলনের অন্যতম নেতা হান্নান মোল্লা বলেছেন, এই জাতীয় কাঠামোর প্রস্তাব আসলে ঘুরপথে কৃষিকে কর্পোরেটের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত। তিন কৃষি আইন বিরোধী আন্দোলনের চেয়েও বড় সংগ্রাম গড়ে রুখতে হবে এই প্রস্তাবকে।
সংযুক্ত কিসান মোর্চা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো চিঠিতে উদ্বেগ জানিয়েছে কৃষকনেতা জগজিত সিং দালেওয়ালের স্বাস্থ্য নিয়েও। দিল্লি অভিমুখে কর্মসূচির পথে হরিয়ানা সীমান্তে আটকে দেওয়া হয় কৃষকদের একটি অংশকে। সেখানেই টানা অনশনে দালওয়াল। তাঁর বিষয়েও রাষ্ট্রপতির সঙ্গে কথা বলতে চেয়েছে কিসান মোর্চা।
২৩ ডিসেম্বর দেশে পাঁচশোর বেশি জেলায় কৃষকদের সীমান্তে আটকে রাখা থেকে কৃষি বিপণন কাঠামোর নামে কর্পোরেটকরণের চেষ্টায় বিক্ষোভ দেখিয়েছে সংযুক্ত কিসান মোর্চা। সারা ভারাত কিসান সভার মতো শতাধিক কৃষক এবং খেতমজুর সংগঠনের এই মঞ্চ জেলাশাসকদের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপিও পাঠিয়েছে।
সারা ভারত কৃষকসভার সহ সভাপতি হান্নান মোল্লা বলেছেন, ‘‘সরকারের আসল মতলব ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি তুলে দেওয়া। সে কারণে বলছে বাজার থেকে এমএসপি’র চেয়ে বেশি দাম পাবে।’’
তিনি বলছেন, ‘‘কৃষকদের জন্য চালু সংরক্ষিত বাজার ব্যবস্থা বা কৃষি পণ্য বিপণন সংক্রান্ত এপিএমসি আইন তুলে দিতে।’’
কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত কাঠামোয় কোনও বিপণন সংস্থা একটি রেজিস্ট্রেশনের মাধ্যমে সারা দেশে কৃষি বাজারে ঢোকার অনুমতি পাবে। ইন্টারনেটের মাধ্যমে বিপণনের সংস্থান কেবল সংরক্ষিত কৃষি বাজারে সীমাবদ্ধ থাকবে না। যে কোনও বাজারেই বিক্রি করা যাবে।
হান্নান মোল্লার ব্যাখ্যা, ‘‘এমন প্রস্তাবের আসল উদ্দেশ্য কর্পোরেটের জন্য বাজার খুলে দেওয়া। কৃষককে পণ্য বিক্রি করতে হবে কর্পোরেটের শর্তে। তিন কালা কানুনে যা বলা ছিল, এ তার চেয়েও ভয়ঙ্কর।’’
তিনি বলছেন, ‘‘কৃষি আইনের সময় বিল সংসদে পেশ করার বাধ,বাধকতা ছিল। কিন্তু এবার জাতীয় কাঠামোর প্রস্তাব সরকারি নির্দেশেই জারি করা যেতে পারে। সংসদকে পুরোপুরি এড়িয়ে সেই রাস্তা খোলা রেখেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার।’’
এই কৃষকনেতার আহ্বান, ‘‘তিন কালা কানুন বাতিলের চেয়েও বড় লড়াই গড়ে তুলতে হবে আজ। সেই লক্ষ্যেই এগচ্ছে সংযুক্ত কিসান মোর্চা।’’
Draft NPFAM Hannan Mollah
আরও ভয়ঙ্কর কেন্দ্রের কৃষি বিপণন প্রস্তাব, চাই আরও বড় লড়াই: হান্নান মোল্লা
×
Comments :0