বৃহস্পতিবার পহেলগাম ঘটনাকে কেন্দ্র করে সরকারের আহ্বানে অনুষ্ঠিত সর্বদলীয় সংসদীয় বৈঠকে সিপিআই(এম)এর পক্ষে উপস্থিত ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রাজ্যসভা সদস্য। সিপিআই(এম)এর পক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি নিম্নলিখিত বিষয় তুলে ধরেন।
তিনি বলেন, আমরা এই সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানাই এবং শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানাই।
দলের পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে সিপিআই(এম) সমর্থন জানাবে, তবে কোনো প্রকার উগ্র জাতীয়তাবাদ যেন না ছড়ায়।
তার কথায়, কাশ্মীরিরা এই সন্ত্রাসবাদী হামলার নিন্দায় একজোট এবং বর্বরোচিত এই হামলায় ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্য প্রদান করেছে।
তিনি আরও বলেন, ধর্ম ও বিশ্বাস নিয়ে প্রচারণা বন্ধ করতে যৌথভাবে আবেদন জানানো উচিত।
তিনি নিরাপত্তার ত্রুটির বিষয়টি উত্থাপন করেন এবং বলেন, পুলওয়ামা ঘটনার পর সেই ঘটনার তদন্তের ফলাফল সম্পর্কে জনগণকে কিছুই জানানো হয়নি।
তিনি বলেন, এই নৃশংস সন্ত্রাসী হামলার ক্ষেত্রে যেন একই ঘটনা না ঘটে। আমরা একত্রিত হয়ে নিশ্চিত করব যে অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়।
Comments :0