১৪ বছরের এক কিশোরীকে গৃহ পরিচারিকার কাজে নিযুক্ত করার দায়ে তিনজনকে গ্রেপ্তার করলো নভি মুম্বাইয়ের পুলিশ। প্রশাসন সূত্রে খবর নাবালক ও শিশু সুরক্ষা আইন এবং শিশু শ্রম বিরোধী আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ধৃতদের গ্রেপ্তার করে ইতিমধ্যে জিঞ্জাসাবাদ শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য মুম্বাই শুধু নয়। দেশের বিভিন্ন রাজ্যে, জেলায় শিশু শ্রম বাড়ছে। বিশেষঞ্জদের মতে করোনা অতিমারীর কারণে সাধারণ নিম্নবিত্ত মানুষের অর্থীক পরিস্থিতির কারণে তারা একপ্রকার বাধ্য হয়ে অল্প বয়স থেকে ছেলে মেয়েদের কাজে পাঠাতে বাধ্য হচ্ছেন। তা ছাড়া ওই সময় ব্যাপক হারে ড্রপ আউট হয়েছে বলে শিক্ষক মহলের পক্ষ থেকে। ড্রপ আউটের শিকার ওই সব ছেলে মেয়েরাই কয়েকটা টাকার জন্য কাজে যুক্ত হয়ে যাচ্ছে বলে বিভিন্ন দাবি করে আসা হচ্ছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।
Child labour
কিশোরীকে গৃহ পরিচারিকার কাজে নিযুক্ত করার অপরাধে প্রেপ্তার তিন
×
Comments :0