QUIZ — AMAL KAR — NATUNPATA — ANS :17 APRIL 2025, 3rd YEAR

বলতে পারো — অমল কর — নতুনপাতা — উত্তর : ১৭ এপ্রিল ২০২৫, বর্ষ ৩

ছোটদের বিভাগ

QUIZ  AMAL KAR  NATUNPATA   ANS 17 APRIL 2025 3rd YEAR

বলতে পারো অমল করনতুনপাতা ১৭ এপ্রিল ২০২৫, বর্ষ ৩

জিজ্ঞাসা

১. ভারতের লন টেনিস খেলোয়াড় রোহন বোপান্না সম্প্রতি বিশ্ব রেকর্ড করেন। কিভাবে?
২. কবে থেকে শুরু কলিঙ্গ সুপার কাপ ফুটবল প্রতিযোগিতা?
৩. ড. বি.আর. আম্বেদকর সম্বন্ধে যা জানো খুব সংক্ষেপে বলো।
৪. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্বন্ধে যা জানো খুব সংক্ষেপে বলো।
৫. বিশিষ্ট নাট্যবেত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পুরোধা ব্যক্তিত্ব অধ্যাপক সফদার হাসমি সম্বন্ধে যা জানো খুব সংক্ষেপে বলো।
৬.  ওয়াকফ (WAQF) কি?

 

জিজ্ঞাসা

১. ২০০২ সালের ভারতের অন্যতম ডেভিসকাপ লনটেনিস খেলোয়াড় রোহন মাচান্দা বোপান্না ২০২৪ সালে অষ্ট্রেলিয়ান ওপেনে ডাবলসে ম্যাথিউ এডবেনকে সঙ্গে নিয়ে ৪৩ বছর বয়সে সবচেয়ে বেশি বয়সে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বরেকর্ড করেন।
২. এআইএফএফ আয়োজিত উড়িষ্যার ভুবনেশ্বরে ২০ এপ্রিল থেকে আই এস এল -এর ১৩ টি দল এবং আই লিগের ৩ টি দল নিয়ে শুরু হচ্ছে কলিঙ্গ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট। ফাইন্যাল খেলা হবে ৩ মে।
৩. ড.ভীমরাও রামজি আম্বেদকর (জন্ম ১৪/৪/ ১৮৯১)ছিলেন একজন সমাজ সংস্কারক ব্যবহারশাস্ত্রজ্ঞ দার্শনিক রাজনৈতিক নেতা ভারতের প্রথম আইনমন্ত্রী ও ভারতের অন্যতম সংবিধান প্রণেতা।
৪. ভারতে  রাওয়াল অ্যাক্ট চালুর প্রতিবাদে ১৯১৯ সালের ১৩ ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে প্রায় ১০ হাজার মানুষের জমায়েতে ব্রিগেডিয়ার জেনারেল রেজিন্যাল্ড এডওয়ার্ড হ্যারি ডায়ার-এর নির্দেশে গুলি চালালে ৩৭৯-১৫০০ মানুষের মৃত্যু হয়, ১২০০ জন আহত হন।প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পরিত্যাগ করেন।
৫. সফদার হাসমি( জন্ম ১২ এপ্রিল ১৯৫৪)ছিলেন নাট্যকার অভিনেতা পরিচালক প্রযোজক চলচ্চিত্র নির্মাতা চিত্রশিল্পী কবি অধ্যাপক সাম্প্রদায়িক সম্প্রীতির স্থপতি 'জনম' নাট্যদলের প্রতিষ্ঠাতা।
১/১/১৯৮৯ তারিখে হল্লাবোল নাটক মঞ্চায়নে দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয়ে পরের দিন শহিদের মৃত্যবরণ করেন।
৬. ওয়াকফ আরবি শব্দ। মুসলিম  নীতি মেনে ধর্মীয় বা দাতব্য বা মুসলিমদের উন্নয়ন বা সেবামূলক উদ্দেশ্যে কোনো কিছু বিধিবদ্ধ বা নিঃশর্তে গচ্ছিত বা দান করাকে ওয়াকফ বলে।

 

 

Comments :0

Login to leave a comment