অলক্তা দাস, এডিনবরা
১৪ আগস্ট রাতে যখন পশ্চিমবঙ্গের বুকে নারীরা পথে নেমেছে রাত দখলের ডাকে, সুদূর ব্রিটেনের প্রবাসী ভারতীয়রাও সামিল হন প্রতিবাদে। ব্রিটেনের বিভিন্ন শহর- লন্ডনে, এডিনবরায় আর জি কর কান্ডের প্রতিবাদে বিক্ষোভ সংগঠিত হয়। স্কটল্যান্ডের এডিনবরা শহরে প্রায় ১০০ জন মানুষ সম্মিলিত হন। এতে বিভিন্ন পেশার মানুষ- ডাক্তার, ছাত্র, আইনজীবী, অধ্যাপকরা অংশ নেন।
এই জঘন্য অপরাধ এবং অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নির্লজ্জ প্রচেষ্টার তীব্র নিন্দা জানানো হয়। মহিলাদের জন্য কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার দাবি রাখা হয়। তারা বলেন -"অবিলম্বে ন্যায়বিচার চাই, আরজি কর-এ ঘটে যাওয়া জঘন্য অপরাধের সুষ্ঠু তদন্ত চাই। সরকারকে দায়িত্ব নিতে হবে যাতে ন্যায়বিচার হয়, অপরাধীদের শাস্তি হয়।"
স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রশ্ন ওঠে - স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়? হাথরাস, উন্নাও, কামদুনি, কাটোয়া - আর কত? আর কত প্রাণ যাবে? মৌন মিছিল অনেক হয়েছে, এবার সরব হওয়ার পালা।
যাঁরা দেশ ছেড়ে এসেছেন তাঁরা আশঙ্কা জানান দেশের সকল মা - বোনের জন্য, ভবিষ্যত প্রজন্মের জন্য। ভারতের ছাত্র ফেডারেশন - ইউনাইটেড কিংডম এই প্রতিবাদে সংহতি জানায়। ১৫ আগস্ট লন্ডনে এবং লিডস্ এও প্রতিবাদ জমায়েতের ডাক দেওয়া হয়েছে।
Comments :0