R G KAR protest BRITAIN

আর জি কর কান্ডের প্রতিবাদ ব্রিটেনেও

আন্তর্জাতিক

এডিনবরা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ।

অলক্তা দাস, এডিনবরা

১৪ আগস্ট রাতে যখন পশ্চিমবঙ্গের বুকে নারীরা পথে নেমেছে রাত দখলের ডাকে, সুদূর ব্রিটেনের প্রবাসী ভারতীয়রাও সামিল হন প্রতিবাদে। ব্রিটেনের বিভিন্ন শহর- লন্ডনে, এডিনবরায় আর জি কর কান্ডের প্রতিবাদে বিক্ষোভ সংগঠিত হয়। স্কটল্যান্ডের এডিনবরা শহরে প্রায় ১০০ জন মানুষ সম্মিলিত হন। এতে বিভিন্ন পেশার মানুষ- ডাক্তার, ছাত্র, আইনজীবী, অধ্যাপকরা অংশ নেন।
এই জঘন্য অপরাধ এবং অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নির্লজ্জ প্রচেষ্টার তীব্র নিন্দা জানানো হয়। মহিলাদের জন্য কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার দাবি রাখা হয়। তারা বলেন -"অবিলম্বে ন্যায়বিচার চাই, আরজি কর-এ ঘটে যাওয়া জঘন্য অপরাধের সুষ্ঠু তদন্ত চাই। সরকারকে দায়িত্ব নিতে হবে যাতে ন্যায়বিচার হয়, অপরাধীদের শাস্তি হয়।"
স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রশ্ন ওঠে - স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়? হাথরাস, উন্নাও, কামদুনি, কাটোয়া - আর কত? আর কত প্রাণ যাবে? মৌন মিছিল অনেক হয়েছে, এবার সরব হওয়ার পালা। 
যাঁরা দেশ ছেড়ে এসেছেন তাঁরা আশঙ্কা জানান দেশের সকল মা - বোনের জন্য, ভবিষ্যত প্রজন্মের জন্য। ভারতের ছাত্র ফেডারেশন - ইউনাইটেড কিংডম এই প্রতিবাদে সংহতি জানায়। ১৫ আগস্ট লন্ডনে এবং লিডস্ এও প্রতিবাদ জমায়েতের ডাক দেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment