আর জি কর ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা সংক্রান্ত আবেদনের শুনানি শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে সোমবার।
সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছে শিয়ালদহ আদালত। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানয়ে হাইকোর্টে গিয়েছে সিবিআই এবং রাজ্য সরকার। দুই পক্ষই ফাঁসির সাজার আবেদন জানিয়েছে। এখানে সিবিআই বিরোধিতা করছে রাজ্যের আবেদন জানানোর এক্তিয়ার নিয়ে।
তবে নিম্ন আদালতের রায়ে রাজ্যের পুলিশ এবং কেন্দ্রে সিবিআই, উভয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কলকাতা হাইকোর্টের রায়ে সিবিআইতদন্তের দায়িত্ব পায়। পরে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট। সিবিআই’র তদন্তে একগুচ্ছ প্রশ্ন তুলে এর মধ্যেই সুপ্রিম কোর্টে শুনানির আবেদন জানিয়েছেন নির্যাতিতা নিহত চিকিৎসক ছাত্রীর বাবা ও মা।
রবিবারও চিকিৎসক ছাত্রীর বাবা প্রশ্ন তোলেন তদন্ত প্রক্রিয়া নিয়ে। তার আগে মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ করেন পুলিশের ভূমিকার জন্য।
পরিবার এবং আন্দোলনরত চিকিৎসক সহ সংশ্লিষ্ট অংশ গত আগ্সেট হত্যাকাণ্ডের পর থেকেই বলে আসছেন, কেবল একজন সিভিক ভলান্টিয়ারের জন্য এই হত্যা হয়নি। স্বাস্থ্য পরিকাঠামোয় একটি সংগঠিত দুর্নীতি-দুষ্কৃতী চক্র সক্রিয়। সরকারি মত রয়েছে এদের পেছনে। এই চক্রই হত্যা করে প্রমাণ োপাট করেছে আরজি কর কাণ্ডে। প্রমাণ লোপাটের অভিযোগ সিবিআই নিজেই তুলেছে। অথচ আদালতে তার জন্য কাউকে দায়ী না করে একা সঞ্জয়কে দায়ী করেছে। ঠিক যেমন করেছিল কলকাতা পুলিশ, ঘটনার পরপর। কেন্দ্র-রাজ্য সেটিং তত্ত্বও ফের এসেছে সামনে।
বিভিন্ন অংশের বক্তব্য, মূল অপরাধীদের ধরার দাবি আড়াল করতে ফাঁসি না আমৃত্যু কারাদণ্ড বিতর্কে একমাত্র বিষয় করতে চাইছে সিবিআই এবং রাজ্য।
RG Kar High Court
তদন্ত আড়ালে দায়ী রাজ্য-সিবিআই সাজা নিয়ে হাইকোর্টে, চলছে শুনানি
×
Comments :0