Assam

আসামে কেন্দ্রীয় সরকারি স্কুলে নির্যাতনের শিকার পড়ুয়া

জাতীয়

কেন্দ্রীয় সরকার পোষিত স্কুলে ষষ্ট শ্রেণির এক পড়ুয়াকে হেনস্তা করার অভিযোগ উঠলো ওই স্কুলের একাদশ শ্রেণির সাত পড়ুয়ার বিরুদ্ধে। আসামের কামরূপ জেলা জহর নবদয় বিদ্যালয়ের ঘটেছে এই ঘটনা। অভিযুক্তদের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। 
পুলিশ সূত্রে খবর স্কুলের হোস্টেলে থাকতেন ওই ষষ্ট শ্রেণির পড়ুয়া সেখানে তাকে প্রায় তিন মাস ধরে বিভিন্ন ভাবে নির্যাতন করে গিয়েছে অভিযুক্ত সাতজন। ওই পড়ুয়ার গোটা বিষয় তার পরিবারের লোকদের জানালে তারা স্কুল কর্তৃপক্ষকে জানায়। কর্তৃপক্ষের তরফ থেকে থানায় অভিযোগ জানানোর পর অভিযুক্তদের আটক করা হয়। 
অভিযুক্তরা নাবালক হওয়ায় তাদের হোমে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment