বয়সের সংখ্যা ৩৯। তবে সেই বয়স থাবা বসাতে পারেনি ব্রাজিলের মহিলা দলের অধিনায়ক মার্থার। রবিবার ইকুয়েডরের ডেলগাডো স্টেডিয়ামে টাই ব্রেকারে কলম্বিয়াকে ৫-৪ ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকা জিতল মার্থার নেতৃত্বাধীন ব্রাজিলের মহিলা ফুটবল দল। নির্ধারিত সময়ের দুর্দান্ত ম্যাচে খেলার ফল ছিল ৪-৪। ব্রাজিলের এঞ্জেলিনা পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ৯মিনিটে। লিন্ডা কাইসেডো ২৫মিনিটে সেই গোল শোধ দেন কলম্বিয়ার হয়ে। দ্বিতীয়ার্ধের ৬৯মিনিটে ব্রাজিলের তারশিয়ানের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। ৮০মিনিটে ২-২ করেন ব্রাজিলের আমান্দা। ৮৮মিনিটে মায়রা রামিরেসের গোলে ফের একবার এগিয়ে জাট কলম্বিয়া। অতিরিক্ত সময়ের ৯০+৬ এবং ১০৫মিনিটে দুটি গোল করে দলকে এগিয়ে দেন মার্থা। ১১৫মিনিটে সেই গোল শোধ দেন কলম্বিয়ার লেসি স্যান্টোস। এই নিয়ে সর্বোচ মোট ৯বার এই ট্রফি জিতল ব্রাজিল। পুরুষদের দল শেষবার এই ট্রফি জিতেছিল ২০১৯সালে। তাদেরও জয়ের সংখ্যা মোট ৯। ২০০৩ , ২০১০ এবং ২০১৮ এর পর এই নিয়ে এটি মার্থার চতুর্থবারের কোপা আমেরিকা শিরোপা।
COPA AMERICA FEMININA
ঊনচল্লিশে কোপা জয় মার্থার

×
Comments :0