operation sindoor

উত্তেজনা কমানোর অনুরোধ রাশিয়া, চীন, আমেরিকার

আন্তর্জাতিক

ভারতীয় সেনা বাহিনী পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় আক্রমণ চালিয়েছে। বুধবার মধ্যরাতের এই আক্রমণ নিয়ে জোর চর্চা হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা। আমেরিকার প্রেসিডেন্ট ড্রোনাল ট্রাম্প বলেছেন আশা করা যায় এই সংঘাতের পরিস্থিতি দ্রুত প্রশমিত হবে। 
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হয়েছেন। সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। হামলার পেছনে পাকিস্তানের মদতের উল্লেখও করেছে আন্তর্জাতিক স্তরে। ‌সেই ঘটনার ১৪ দিন পর পাল্টা আক্রমণ চালালো ভারত।  
মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেন, "ভারত ও পাকিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে"। পারমাণবিক শক্তিধর দুই দেশ নিজেদের মধ্যে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজবে বলে আশা করা হচ্ছে।’’ ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস জানিয়েছে যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই আক্রমণের ব্যাপারে মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেছেন।  
চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, "আমরা ভারত ও পাকিস্তান উভয় দেশকেই শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অনুরোধ করছি। যাতে পরিস্থিতি আরও জটিল না হয় তা বিবেচনায় রাখা প্রয়োজন"। দু’দেশের মধ্যে চলতি উত্তেজনার পরিস্থিতি প্রশমিত করতে 'গঠনমূলক ভূমিকা' পালন করতে ইচ্ছুক বলেও জানিয়েছে বেজিঙ। 
সংঘাতের তীব্রতা বৃদ্ধি উদ্বেগজনক বলে মনে করছে রাশিয়াও। এই আক্রমণের পর দুই দেশকে রাশিয়ার বিদেশ মন্ত্রক বলেছে উত্তেজনা প্রশমণ করে শান্তির পথে বিরোধ নিষ্পত্তির প্রয়াস নেওয়া উচিৎ বলে মত জানিয়েছে মস্কো।

Comments :0

Login to leave a comment