AUSTRALIA vs INDIA MEN'S HOCKEY TOUR

পার্থে নামবে ভারতের হকি দল

খেলা

অস্ট্রেলিয়ার পার্থ স্টেডিয়ামে আগামী ১৫-২১আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের একটি সিরিজ ভারতের হকি দল। আগামী ২৯আগস্ট থেকে বিহারের রাজগিরে শুরু হতে চলেছে এএইচএফ বা AHF ( এশিয়ান হকি ফেডারেশন ) এশিয়া কাপ। এই প্রতিযোগিতার বিজয়ী দল যোগ্যতা অর্জন করবে আগামী ২০২৬-র এফআইএইচ বা FIH ( ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন ) বিশ্বকাপে। এই দুই দলের মধ্যে সদ্য লড়াইয়ে এফআইএইচ প্রো লিগে ভারতকে ৩-২ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ২০১৩থেকে শুরু করে এখনও অব্দি এই দুই দলের মধ্যে মোট ৫১টি ম্যাচ হয়েছে। যার মধ্যে ৩৫টিতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া । মাত্র ৯টি জিতেছে ভারত। তবে ২০২৪-র প্যারিস অলিম্পিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত। ভারতীয় হকি দলের কোচ ক্রেগ ফুল্টন জানিয়েছেন ' এশিয়া কাপের আগে এই ট্যুর আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে খেলে আমাদের সম্পূর্ণভাবে পরীক্ষা হয়ে যাবে। আমরা আমাদের ১০দিনের অনুশীলন ক্যাম্প শেষ করেছি। আমাদের লক্ষ্যই হল এই ট্যুর থেকে সেরা খেলোয়াড়দের বাছাই করা '। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ১০ ম্যাচের পরিসংখ্যানে ৮-২ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।         

Comments :0

Login to leave a comment