কবিতা
মুক্তধারা
কালীগঞ্জের কন্যা
স্বপন পাল
নতুন বন্ধু
২৩ জুলাই ২০২৫ / বর্ষ ৩
(১)
মেলায়-খেলায় খুশির ছবি
দেখছে রানির চোখ
কুঁড়ি ঝরা উঠোন জুড়ে
জমাট বাঁধা শোক!
খুঁজছে কী 'মা' গ্রাম জুড়ে
না হীরে-চুনি-পান্না
একটি পুতুল হারিয়ে গেছে
প্রতিমা " তামান্না " !!!
(২)
উৎপীড়কের উল্লাসে
পুড়ছে তোতা-তুতুল
মা বলে ডাকছে না আর
কালীগঞ্জের পুতুল
চোখ মেলে না মায়ের ডাকে
ঘুমোয় পুতুল ঘুমোয়
ঘুম ভাঙে না ইচ্ছেপাখির
মা-য়ের হাজার চুমোয়!
(৩)
কালিগঞ্জের কন্যা কসম
সকাল দুপুর সাঁঝে।
হাজার শোকে পাঁজর ভাঙা
সকল বুকের মাঝে ।
কুঁড়িতেই তুই গেলি ঝরে
রক্তে ভেজা মাটি
শপথ বুকে আমরা তোর
কবর পানে হাঁটি !
আর কত পথ হাঁটলে পরে
দেখবো খুনির কবর
প্রত্যয়ে হাঁটছি পাবোই
নতুন ভোরের খবর।
Comments :0