WORLD UNIVERSITY GAMES GERMANY

পোল ভল্টে রেকর্ড দেব মিনার

খেলা

জার্মানির ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে শুক্রবার পোল ভল্টে রেকর্ড গড়লেন ভারতের দেব মিনা। ৫.৪০ মিটার পোল ভল্ট ক্লিয়ার করে তৃতীয়বার বিশ্বরেকর্ড গড়লেন দেব। ২০২৫এ এই নিয়ে এটি তার তৃতীয় কৃতিত্ব। এর আগে এপ্রিলে কোচির জাতীয় ফেডারেশন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ৫.৩৫মিটারের পোল ভল্ট ক্লিয়ার করেছিলেন দেব। মধ্যপ্রদেশের বছর ২০-র এই পোল ভল্টার আবার নামবেন আগামী রবিবার জার্মানির ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের ফাইনালে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন