CPI(M) Rally

বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে তমলুকে সিপিআই(এম)’র মিছিল

রাজ্য জেলা

‘দেশের স্বাধীনতা আন্দোলনের লড়াইতে বাঙালি বিপ্লবীরা নেতৃত্ব দিয়েছেন। আন্দামান সেলুলার জেলে কয়েকহাজার বাঙালি বিপ্লবীদের বন্দী করা হয়েছিল। বিজেপি আরএসএস সেই বাঙালি স্বত্বার উপর আক্রমণ করছে।’ শনিবার তমলুকে একটি সভায় একথা বলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্ত্তী। তিনি আরও বলেন, ‘‘যখন বৃটিশরা বাংলাকে ভাগ করেছিল। তখন এই বিভাজনে সহযোগিতা করে শ্যামাপ্রসাদ মুখার্জীরা। এখন আবার বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে। বাংলা ভাষার উপর আক্রমণ করছে আরএসএস বিজেপি। দেশের বিজেপি শাসিত রাজ্য গুলিতে কেবলমাত্র বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশী তকমা দিয়ে আক্রমণ করা হচ্ছে।’’
দেশের বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে তমলুক শহরে মিছিল হয় পূর্ব মেদিনীপুর জেলা বামফ্রন্টের উদ্যোগে। মিছিলে সুজন চক্রবর্তী, নিরঞ্জন সিহি, হিমাংশু দাস, ইব্রাহিম আলি, সিপিআই নেতা গৌতম পন্ডা সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ।
তমলুকের মানিকতলা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল শেষে সভায় বক্তব্য রাখেন সুজন চক্রবর্ত্তী। তিনি বলেন, এই মেদিনীপুর জেলার শত শত বিপ্লবী দেশের জন্য লড়াই করেছেন। তাদের উত্তরসূরীদের উপর এমন আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। বিজেপি আরএসএস’র কোনও অবদান নেই দেশের স্বাধীনতা আন্দোলনে। অথচ তারাই দেশভক্তির নাটক করে। মনে রাখতে হবে এই বিজেপি আরএসএস এর প্রধান লক্ষ্যই হল দেশের অখণ্ডতা, সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করা। আদতে বিভাজনই এদের একমাত্র রাজনৈতিক উদ্দেশ্য। এদের মদত দিচ্ছে তৃণমূল। কেন এরাজ্যের মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে যায়? এরাজ্যের শিল্প কলকারখানা ধ্বংস হচ্ছে? শিক্ষা ক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে এর জবাব তৃণমূলকে দিতে হবে। বামপন্থীদের লড়াই বিজেপি আরএসএস ও তাদের সহযোগী তৃণমূল উভয়ের বিরুদ্ধেই।

উদয়নারায়পুরে মিছিল।

এদিন মিছিল হয় উদয়নারায়নপুরেও। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষী এরাজ্যের গরীব শ্রমজীবী মানুষের উপর আক্রমণও বাংলাদেশে ‘পুশব্যাক’ করার আরএসএস বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মিছিল হয় সিপিআই(এম)  উদয়নারায়ণপুর এরিয়া কমিটির উদ্যোগে।  উদয়নারায়ণপুর এরিয়া দপ্তর থেকে একটি মিছিল উদয়নারায়ণপুর বাজার, থানা, টোকাপুর হয়ে উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ডে শেষ হয়। শেষে পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন পার্টি নেতা ষষ্ঠী মাজী।

Comments :0

Login to leave a comment