কর্মসংস্থানের পক্ষে কতটা সহায়ক হবে বাজেট, এই প্রশ্ন রয়েছে রাজ্যের তৃণমূল সরকারের ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটেও।
নতুন অর্থবর্ষ, ২০২৫-২৬’র জন্য মোট ব্যয় বাজেটে ধরা হয়েছে ৩ লক্ষ ৮৯ কোটি টাকা। তার মধ্যে সামাজিক পরিষেবার জন্য চালু বিভিন্ন প্রকল্পে খরচ ধরা হয়েছে মোট ১ লক্ষ ৫৮ হাজার ৮৭৯ কোটি টাকা।
সামাজিক পরিষেবা খাতেই বা বাজেট বরাদ্দের হিসেব কী?
বাজেট নথিতেই বলা হয়েছে যে ২০২৪-২৫ অর্থবর্ষে, চলতি খাতে খরচের অঙ্ক মার্চের শেষে দাঁড়াবে ২ লক্ষ ৭০ হাজার ৮৫৩ কোটি টাকা। নতুন অর্থবর্ষে চলতি খাতে ৩ লক্ষ ১ হাজার ৩৭৫ কোটি টাকা খরচের লক্ষ্য নিয়েছে বাজেট। এই খাতের টাকা থেকেই বেতন, ভাতা এবং নিয়মিত খরচের দায় মেটায় রাজ্য। যা হাত ঘুরে জনতার কাছে আসে আয় হিসেবে। এই খাতে টাকার অঙ্কে বরাদ্দ বৃদ্ধির হার ৩০ হাজার কোটি। এই অর্থবর্ষে চলতি খাতে অনুমিত খরচের তুলনায় এই বৃদ্ধি ১০ শতাংশের কিছু বেশি। মূল্যবৃদ্ধির হার বিবেচনায় রাখলে প্রকৃত বৃদ্ধির হার অনেকটাই কমে যাবে। সামাজিক খাতে খরচ চলতি অর্থবর্ষে ১ লক্ষ ৩৮ হাজার কোটি টাকা দাঁড়াবে বলে অনুমান বাজেটে। এবার বরাদ্দ ১ লক্ষ ৫৮ হাজার কোটি টাকা। ২০ হাজার কোটি টাকা বৃদ্ধির লক্ষ্য জানানো হয়েছে। যার অর্থ বৃদ্ধি টাকার চলতি মূল্যের হিসেবে ১৫ শতাংশ প্রায়। কিন্তু মূল্যবৃদ্ধি বাদ দিলে বৃদ্ধির হার কমবে। কারণ রাজ্যের আর্থিক বৃদ্ধির হার টাকার চলতি মূল্যে ১১ শতাংশের বেশি। কিন্তু অর্থনৈতিক সমীক্ষা জানাচ্ছে মূল্যবৃদ্ধি বাদ দিলে বৃদ্ধির প্রকৃত হার হবে ৬.৮ শতাংশ।
আশঙ্কা, বাজারে চাহিদা বৃদ্ধিতে এই বরাদ্দ যথেষ্ট সহায়ক হবে না। একই ছবি দেখা যাচ্ছে মোট বরাদ্দের অঙ্কেও।
চলতি অর্থবর্ষে মোট খরচ, এ বছরের মার্চ পর্যন্ত, ৩ লক্ষ ৩১ হাজার কোটি টাকায় দাঁড়াবে বলে অনুমান করা হয়েছে রাজ্য বাজেটে। যার মদ্যে চলতি খাতের পাশাপাশি মূলধনী খাতে খরচও থাকবে। এপ্রিল থেকে শুরু আগামী অর্থবর্ষের জন্য বরাদ্দ করা হয়েছে ৩ লক্ষ ৭৪ হাজার ১৯৪ কোটি টাকা। যার অর্থ, টাকার অঙ্কে বরাদ্দ বেড়েছে ৪৩ হাজার কোটি। মোট খরচে চলতি অর্থবর্ষের তুলনায় প্রায় ১৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে বরাদ্দে। এখানেও মূল্যবৃদ্ধির কারণেই কমবে প্রকৃত খরচ।
রাজ্যে তৃণমূল সরকারকে ঘিরে জনতার ক্ষোভ দেখা গিয়েছে বারেবারেই। তার অন্যতম প্রধান কারণ দুর্নীতি। বরাদ্দ অনুযায়ী সমাজের জন্য খরচের বদলে দুর্নীতির দাপট টাকার অনেকটাই হাতে গোনা একটি অংশের হাতে আটকে যায়। ফলে বাজারে চাহিদা বাড়ার ক্ষেত্রে সমস্যা করে দুর্নীতিও। সে ক্ষেত্রে উৎপাদন এবং কর্মসংস্থানের সুযোগ কতটা বাড়বে রয়েছে সংশয়।
WB Budget Expenditure
দামের দাপট, বাজেটে খরচের বৃদ্ধি কতটা বাড়াবে চাহিদা, উঠছে প্রশ্ন
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/24088/67acb643225b2_Budget-2025.jpg)
×
Comments :0