সোমবার ছত্তিশগড়ের বিজাপুরের গাঙ্গালুরের এক জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হলেন ৮ জন। পুলিশ বলেছে নিহতেরা সকলেই মাওবাদী সশস্ত্র বাহিনীর কর্মী।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় যৌথ বাহিনী। সেখানেই সংঘর্ষ হয় মাওবাদীদের সঙ্গে।
আইজি সুন্দররাজ পি রাতে জানিয়েছেন, ওই এলাকায় এখনও গুলির লড়াই চলছে। ৮ মাওবাদীর মৃতদেহ উদ্ধারের পাশাপাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
গত মাসে ছত্তিশগড়ের গারিয়াবন্দ জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন ২০ জন। নিহতেরা সকলেই মাওবাদী, বলেছিল পুলিশ। নিহতদের মধ্যে ছিলেন ১ কোটি টাকা পুরস্কার ছিল মাওবাদী নেতা জয়রাম রেড্ডির নামে। তিনি চালাপতি নামেও পরিচিত। ছত্তিশগড়-ওড়িশা সীমান্তের জঙ্গলে গুলি বিনিময়ে নিহত হয়েছিলেন এই মাওবাদীরা।
Maoists killedin Chhattisgarh
ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে নিহত ৮ মাওবাদী, বলল পুলিশ
×
Comments :0