শব্দবাজি বাদ দিয়ে আলোর উৎসবকে আলোকিত করার আহ্বান জানালো স্বেচ্ছাসেবী সংগঠন হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ)। বৃহস্পতিবার দুপুরে হিলকার্ট রোডে ন্যাফের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে নিষিদ্ধ বাজি ফাটানোর বিপক্ষে ন্যাফ ছাড়াও শহরের বিশিষ্ট চিকিৎসক, নাট্যব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। দীপাবলী উৎসব বাজির উৎসব না হয়ে, শুধু আলোর উৎসব হোক। এই উৎসব হোক আনন্দময়। শহর ও সংলগ্ন এলাকার পরিবেশ, পশু পাখীদের কথা চিন্তাভাবনায় রেখে সব ধরনের বাজি ফাটানো ও পোড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান ন্যাফের কো অর্ডিনেটর অনিমেষ বসু। এক্ষেত্রে পুলিশ প্রশাসনকে সতর্ক দৃষ্টি ও সক্রিয় ভূমিকা গ্রহণের আবেদন জানান তিনি। অভিযোগ করেন, শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি বাজি বাজারে সবুজ বাজির নামে দেদার নিষিদ্ধ বাজি বিক্রি করা হচ্ছে। কাওয়াখালি বাজি বাজার থেকে বেশ কিছু নিষিদ্ধ বাজি সহ অনুমোদনপ্রাপ্ত বাজি সংগ্রহ করে এনে এদিনের সাংবাদিক বৈঠকে বলেন, প্রশাসনের বিধি নিষেধকে অমান্য করেই প্রকাশ্যে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করা হচ্ছে। প্রশাসন নির্বিকার। এছাড়াও সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক শেখর চক্রবর্তী, চিকিৎসক শঙ্খ সেন, চিকিৎসক মৃদুলা চ্যাটার্জি সহ নাট্য ব্যক্তিত্ব পার্থ চৌধুরী, ন্যাফের পক্ষে দীপ নারায়ন তালুকদার, শঙ্কর মজুমদার প্রমুখ। সকল বাজিতেই দূষণ ছড়ায়। শরীরের ক্ষতি হয়। শব্দ বাজিকে দূরে সরিয়ে রেখে আলোর উৎসবকে আলোকিত করার আবেদন জানান সাংবাদিক বৈঠকে উপস্থিত সকলেই।
Siliguri
নিষিদ্ধ বাজি না ফাটানোর পক্ষে ন্যাফ

×
Comments :0