কলকাতার রাস্তায় ধস। খাস কলকাতায় ব্যস্ততম রাস্তায় ধস নামার ঘটনা ঘটেছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিটের কাছে অ্যালেন পার্কের কাছে।
জানা গিয়েছে শনিবার রাত ৯টা নাগাদ অ্যালেন পার্কের সিগন্যালের কাছে হঠাৎই ধস নামে। ওই সময়ে রাস্তায় গাড়ির সংখ্যা কম থেকে জন্য কোনও ধরণের দুর্ঘটনা ঘটেনি। পুলিশের তরফে গার্ডরেল দিয়ে ওই জায়গাটিকে ঘিরে দেওয়া হয়। রবিবার সকাল থেকে ওই ধস মেরামতির কাজ করছে কলকাতা পৌরসভার কর্মীরা। আধিকারিকরা জানাচ্ছেন ধস মেরামত করতে প্রায় ৭ দিন সময় লাগতে পারে। শহরে ব্যস্ততম রাস্তায় এই ধসের কারণে প্রশ্ন উঠছে রক্ষনাবেক্ষন নিয়ে।
Road collapse
পার্ক স্ট্রিটের কাছে রাস্তায় ধস

×
Comments :0