RG KAR PROTEST

দুই শাসকের সেটিং, লড়াই জারি ছাত্র যুব মহিলাদের

রাজ্য কলকাতা

আরজি করের চিকিৎসক ছাত্রী ধর্ষণ ও হত্যা কাণ্ডের প্রমান লোপাটে জড়িত থাকার মামলায় সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেয়েছে। সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা সেটিং এর অংশ এমনটাই অভিযোগ করে ফের পথে নামলো এসএফআই ডিওয়াইএফআই ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। মঙ্গলবার বিকেলে মৌলালির দীনেশ মজুমদার ভবন থেকে পার্কসার্কাস পর্যন্ত মিছিল করেনা তাঁরা। এই মিছিলের মূল দাবি ছিল ‘‘সেটিং ছেড়ে বিচার করো।’’ 
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি রাজ্য সম্পাদক কনীনিকা বোস ঘোষ বলেন, ‘‘সেটিং ছাড়া আর কি বলা যাবে। রাজ্যের তৈরি করা বিষয়ের উপর সিবিআই বিচার করবে এটা কোনদিন হয়। সিবিআই তদন্ত করতে পারছে না। দেশের অন্যতম প্রতিষ্ঠান কি করছে তাঁরা। সেটিং ছাড়া আর অন্য কিছু না। আমরা রাস্তার থেকে লড়াই করে বিচার আদাই করব। সেটিং মানি না। মোহন ভাগবত এসে বলে যাবে রাজ্য সরকার যা করবে তাতে আমাদের সমর্থন আছে এটা সেটিং ছাড়া কিভাবে হয়। অভীক বিরুপাক্ষর কী ভাবে সাসপেনশন ওঠে?  সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলরা কী ভাবে জামিন পায় উঠছে প্রশ্ন।’’

ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জী বলেন, ‘‘আরজি করের ঘটনার পর আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, আরজিকর ইস্যুতে মমতা ব্যানার্জি যা পদক্ষেপ নেবেন আমি তাতে সম্মতি জানাবো। আরএসএস পরিচালনা করে বিজেপিকে, আরএসএস পরিচালনা করে তৃণমূলকেও। ফলে সিবিআই এই ধরনের কাজ করবে তা বোঝাই যাচ্ছিল। তাই আমরা বলেছিলাম সিবিআই’য়ের উপর আমাদের নজর থাকবে। সিবিআইকে আমরা স্পষ্ট ভাবে বার্তা দিতে চাই আপনারা পাবলিক সার্ভেন্ট মানুষের নিরাপত্তার জন্য আপনাদের তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। সেই কাজ আপনারা করুন।’’
রাজ্যের সাধারণ মানুষকে ফের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন মিনাক্ষী। তিনি বলেছেন, ‘‘রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে বিচার চেয়ে ১৪ তারিখে রাত দখল করেছিলেন এবার বিচার ছিনিয়ে আনার জন্য রাস্তার দখল নিন।’’
গত রবিবার বিচারের দাবিতে পথে নেমেছিলেন নির্যাতিতার মা ও বাবা। পানিহাটির নাগরিকদের সঙ্গে ধিক্কার মিছিলে যোগ দিয়েছেন তাঁরা। নির্যাতিতার  বাড়ি থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত মিছিল করে পানিহাটি নাগরিক সমিতি। এদিন ছাত্র যুব মহিলা সমিতি পক্ষ থেকে জানানো হয়েছে বিচার ছিনিয়ে আনতে বামপন্থীদের লড়াই জারি থাকবে।

Comments :0

Login to leave a comment