Trump Tariff War

এবার ট্রাম্পের লক্ষ্য ইইউ, পালটা শুল্ক কানাডার, আমেরিকাতেই দাম বৃদ্ধির শঙ্কা

আন্তর্জাতিক

অভিবাসীদের গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল লস এঞ্জেলসে।

প্রতারণার অভিযোগ আগেই তুলেছিল কানাডা। এবার আমেরিকার ওপর পালটা শুল্ক চাপালো। 
অর্থনৈতিক জরুরি অর্থনৈতিক প্রয়োজন ঘোষণা করে গত সপ্তাহেই কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর চড়া হারে শুল্ক চাপান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র ওপরও তাড়াতাড়ি চাপবে বাড়তি শুল্ক।
মেক্সিকো এবং কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। চীনের ওপর শুল্কের হার বাড়ানো ছিল বাইডেন প্রশাসনের সময় থেকেই। তার ওপর ১০ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প। 
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পালটা আমেরিকার পণ্যে ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন। আমেরিকা থেকে জামাকাপড়, মধু, টমেটোর মতো সবজি- এমন হরেক জিনিসি যায় কানাডায়। বস্তুত কানাডাই আমেরিকার সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী।
কানাডা পালটা শুল্ক চাপানোয় শঙ্কিত আমেরিকার ব্যবসায়ীরা।
আমেরিকাকেও যেহেতু জরুরি বহু পণ্য এই দেশগুলির থেকেই আমদানি করতে হয়, ট্রাম্পের শুল্ক প্রাচীর নীতিতে, সে কারণে দেশের ভেতরেই দাম বাড়ার আশঙ্কাও রয়েছে। 
জরুরি অর্থনৈতিক কারণের উল্লেখ করে অবৈধ অভিবাসী পাঠানো এবং নিষিদ্ধ ওষুধ চালানের অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। সেই অভিযোগ পুরোপুরি খারিজ করেছে চীন এবং মেক্সিকো।  
চীনের বিদেশ মন্ত্রক বলেছে, ‘ফেন্টানিলের ব্যবহারের সমস্যা আমেরিকার নিজেদের পরিস্থিতির সঙ্গে যুক্ত এটা তাদের নিজেদের সমস্যা। এর সঙ্গে চীনের কোনও সম্পর্কই নেই। 
অবৈধ অভিবাসনের অভিযোগে গ্রেপ্তার এবং ফেরানোর নীতির প্রতিবাদেও আমেরিকার বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ।

Comments :0

Login to leave a comment