দূষণ নয়্য ‘ওয়াকিং নিউমুনিয়ার’ সাথেও লড়াই করতে হচ্ছে দিল্লিকে। টানা কয়েকদিন ধরে দিল্লির বাতাসের গুনগত মান খারাপ থাকছে। আর এই কারণে বহু মানুষের ক্ষেত্রে শ্বাসকষ্ট সংক্রান্ত একাধিক সমস্যা দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে প্রকোপ বেড়েছে ওয়াকিং নিউমুনিয়ার। চিকিৎসকদের মতে সাধারণ নিউমুনিয়ার থেকে কম বিপদজনক এই ওয়াকিং নিউমুনিয়া।
চিকিৎসকদের মতে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যায় আক্রান্তের ক্ষেত্রে। তবে অনেকের ক্ষেত্রে এই রোগ বিপদজনকও হতে পারে। করোনার মতোই হাঁচি, কাশি এবং ড্রপলেটের মাধ্যমে ছড়াতে পারে এই ওয়াকিং নিউমুনিয়া। সেই ক্ষেত্রে দূষণ এবং ওয়াকিং নিউমুনিয়া থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
বেশ কয়েকদিন ধরে দূষণের চাদরে ঢেকেছে গোটা দিল্লি। তার সাথে পাঞ্জাব এবং হরিয়ানায় খড় পোড়ানের জন্য দূষণের মাত্র আরও বেড়েছে। অতীতের প্রায় সব নজির ভেঙে দেশের রাজধানীতে এদিন বায়ুদূষণের মাত্রা পৌঁছে যায় খুবই মারাত্মক রকম খারাপের পর্যায়ে, সকালেই একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (বাতাসের মান সূচক) উঠে যায় ৪৮৫-তে। একিউআই ৪৫০’র বেশি হলে বাতাসের মান খুবই মারাত্মক রকম খারাপ বলে বিবেচনা করা হয়। পরিস্থিতি সামলাতে এদিনই দিল্লিতে চালু করা হয়েছে চতুর্থ পর্যায়ের ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ (গ্র্যাপ-৪), তার আওতায় মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা সহ আট দফা বিধিনিষেধ জারি করা হয়েছে।
Delhi Walking Pneumonia
দূষণের সাথে দিল্লিতে চিন্তা বাড়াচ্ছে ‘ওয়াকিং নিউমুনিয়া’
×
Comments :0