Surya Mishra

প্রতিটি কাজের হিসাব দেবে বামফ্রন্টের পঞ্চায়েত : মিশ্র

রাজ্য পঞ্চায়েত ২০২৩

Surya Mishra


নির্বাচনের দিন সমস্ত মানুষ যাতে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে হবে বামফ্রন্টের কর্মীদেরকেই। আবার গননার দিন যাতে কোন ভাবেই কোন কাউন্টিং এজেন্টকে শাসকদল বের করে দিতে না পারে তার জন্য সমস্ত শক্তি নিয়েই গননা কেন্দ্রে থাকতে হবে। রবিবার শালতোড়ার তিলুড়িতে পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে এই আহ্বান রাখেন সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য সূর্য মিশ্র। এদিন তিলুড়ি পুরোনো স্কুল প্রাঙ্গনে নির্বাচনী সভায় বহু মানুষ হাজির হয়েছিলেন। 

ঘটনা হল গত দুবছর ধরে শালতোড়ার বুকে পাথর খাদান, ক্র্যাসারগুলি বন্ধ হয়ে আছে। কেন বন্ধ তার কোন যুক্তিগ্রাহ্য কারণ জেলা প্রশাসন দিতে পারেনি। ৫০ হাজারের অধিক মানুষ এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁরা বেকার হয়ে ঘুরছেন। পরিযায়ি শ্রমিক হিসাবে বাইরে চলে গেছেন বহু মানুষ। রাজ্যের অন্য প্রান্তের সঙ্গে শালতোড়াতেও রেগায় কোন কাজ নেই। মজুরী বাকি পড়ে আছে ৪ কোটি টাকার উপর। তৃণমূল, বিজেপি দুই শাসকদলই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছে শালতোড়ার বুকে। খাদান, ক্র্যাসার খোলার দাবিতে সিআইটিইউ, সিপিআই(এম) বারে বারে আন্দোলন চালিয়ে আসছে। মানুষের মধ্যে লালঝান্ডার বিশ্বাসযোগ্যতা বেড়েছে। এবারের পঞ্চায়েত নির্বাচনে তার প্রতিফলন পড়ছে ব্লক এলাকাজুড়েই। এদিন তিলুড়ির সভায় সূর্য মিশ্র বলেন, কেন খাদান, ক্র্যাসার বন্ধ? ওখানে কি শ্রমিকরা কাজ করতেননা? কোথায় গেলেন তাঁরা? শাসক দল তাঁদের খবর রাখে? তিনি বলেন বামফ্রন্টের পঞ্চায়েত হলে নিয়মিত গ্রামসংসদ, গ্রামসভার মিটিং হবে। মানুষ জানতে পারবেন পঞ্চায়েত কি করছে। সব কিছুই টাঙ্গিয়ে দেওয়া হবে। তাই দরকার বামফ্রন্টেরই পঞ্চায়েত। তিনি জানান, মানুষের হাতে কাজ নেই, অন্যদিকে জিনিসের দাম আগুন। বিজেপি, তৃণমূলের লোকজন কি কম পয়সয় বাজার থেকে জিনিস পান? যদি না পান তাহলে বামপন্থীদের এই লড়ায়ের পাশে আপনারাও থাকুন। মিশ্র জানান, বামফ্রন্টের কর্মীদের সমস্ত বাড়িতেই যেতে হবে, মানুষের কথা শুনতে হবে। গালমন্দ দিলেও শুনতে হবে। মানুষের কথা শোনা, কাজ করা ছাড়া আমাদের আর কিছু নেই। এদিনের সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতা সৌমেন্দু মুখার্জি। সভা পরিচালনা করেন প্রবীন পার্টি নেতা নজিবুর রহমান। 

 

Comments :0

Login to leave a comment