টিউশন পড়তে গিয়ে বাড়ি ফেরার সময় যৌন নির্যাতনের শিকার ছাত্রী!পোলবা থানায় দলবদ্ধ ধর্ষনের অভিযোগ দায়ের করল ছাত্রীর পরিবার। এই ঘটনায় ততিনজকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, শনিবার সন্ধায় পোলবার আকনায় টিউশনি পড়তে গিয়েছিল একাদশ শ্রেনীর ওই ছাত্রী। রাত সারে আটটা বেজে গেলেও বাড়ি না ফেরায় ছাত্রীর খোঁজ শুরু করে তার পরিজনেরা। শিক্ষককে ফোন করে ছাত্রীর মা জানতে পারেন পড়ানো হবে না তা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল ছাত্রীর হোয়াটসঅ্যাপ নম্বরে।
রাতভর ওই ছাত্রীকে খুঁজে না পাওয়া গেলে পুলিশকে জানায় ছাত্রীর পরিবার। রবিবার ভোরে নিজেই সাইকেল নিয়ে বাড়ি ফিরে ছাত্রী। জানায়, টিউশন যাওয়ার পথে বাইক নিয়ে তার রাস্তা আটকায় বিজন রায় নামে এক যুবক। ওই যুবক তার পূর্ব পরিচিত। বিজন তাকে বিয়ের প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় নাকে কিছু স্প্রে করে আমাবাগনে টেনে নিয়ে যায়। অচৈতন্য করে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছে ওই কিশোরী। অভিযুক্ত বিজনের সঙ্গে আরো কয়েকজন যুবক ছিল বলেও জানিয়েছে সে। ভোরে জ্ঞান ফিরতে ছাত্রী দেখে তার সাইকেল পাশেই পরে রয়েছে। অভিযুক্তরা সেই সময় ফোনে কথা বলতে ব্যস্ত ছিল। তখনই সেখান থেকে পালিয়ে আসে সে। রবিবার সকালেই পোলবা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার।মূল অভিযুক্ত সহ আরো দুই জন কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে নির্যাতিতা কিশোরীকে মেডিকেল টেস্টের জন্য চুঁচুড়া হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
Comments :0