মালদহের ইংরেজবাজার পৌরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো পুলিশ। একটি নাইন এমএম ও দুটি ওয়ান শটার পিস্তল উদ্ধার হয়েছে। এছাড়াও পাওয়া গিয়েছে ৭টি কার্তুজ। তৃণমূল কাউন্সিলরের খুনের ঘটনায় মোট সাত জনকে গ্রেপ্তার করে পুলিশ। যার মধ্যে রয়েছে মালদহ শহরের তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তাঁর ঘনিষ্ঠ স্বপন শর্মা। পুলিশ জানিয়েছে এই দুজন দুলাল সরকার খুনের ঘটনার মূলচক্রী। এই খুনের ঘটনায় প্রথমে গ্রেপ্তার হওয়া টিঙ্কু ঘোষ, অভিজিৎ ঘোষ এবং অমিত রজকদেড় জেরা করেই এই অস্ত্র ও খুনের দিনের পরিহিত জামাকাপড় উদ্ধার করছে পুলিশ। বুধবার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার সংবাদমাধ্যমে জানিয়েছিলেন যে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা ৫০ লক্ষ টাকার সুপারি দিয়েছিলো খুনের জন্য।
কিন্তু মৃত কাউন্সিলারের স্ত্রী অভিযোগ করেছেন এই ঘটনার পিছনে বড় মাথা আছে। সেই বড় মাথা কে প্রশ্ন রাজনৈতিক মহলে।
TMC Councilor Dulal Sarkar Murder Case
ইংরেজবাজারের কাউন্সিলর খুনের আগ্নেয়াস্ত্র উদ্ধার পুলিশের
×
Comments :0