Salim press conference

চেতনা আরও শাণিত করে বিভাজনের দুই শক্তির বিরুদ্ধে চলবে লড়াই, বললেন সেলিম

রাজ্য

ছবি - অভীক ঘোষ।

‘‘বাংলার ভবিষ্যৎ সুরক্ষিত করতে সিপিআই(এম)কে শক্তিশালী করতে হবে। বৃহত্তর বাম ঐক্য গড়ে তোলা এবং তৃণমূল বিজেপি বিরোধী সব শক্তিকে এক করার কথাও উঠে এসেছে সম্মেলনের আলোচনায়।’’ 
মঙ্গলবার ডানকুনিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য ২৭তম সম্মেলনের তৃতীয় দিনে এই সাংবাদিক সম্মেলন করেন তিনি। সম্মেলন চলবে মঙ্গলবার পর্যন্ত। 
সেলিম জানান যে এদিন বিকেলেই হবে রাজ্য সম্মেলনের বিশেষ অধিবেশন।  আগামী কর্মসূচি নিয়ে আলোচনা হবে প্রতিনিধিদের মধ্যে। কী ভাবে তা বাস্তবায়িত করা হবে, শাখা স্তর থেকে ওপর পর্যন্ত, কী কাজ থাকবে তা নিয়ে আলোচনা হবে। এবার প্রথম সম্মেলনের মাঝে এমন অধিবেশন হচ্ছে।
২৭তম রাজ্য সম্মেলেনে প্রতিনিধিদের আলোচনা প্রায় শেষ বলে জানালেন সেলিম। তিনি বলেন, ‘‘সম্পাদকীয় প্রতিবেদনের ওপর প্রতিনিধিরা আলোচনা করেছেন। একাধিক সংশোধনী জমা পড়েছে। তা নিয়ে সিদ্ধান্ত হবে সম্পাদকমণ্ডলীতে।’’ সেলিম জানান, আলোচনায় উঠে এসেছে বর্তমান সময়ে সমাজে এবং রাজনীতিতে যে বিভিন্ন চ্যালেঞ্জ আছে তা নিয়ে স্থানীয় স্তরে, জেলা স্তরে কি ভাবে লড়াই সংগ্রাম আন্দোলন সংগঠিত করা যায়।
সিপিআই(এম) রাজ্য সম্পাদক আরও বলেন, সংগঠনের ক্ষেত্রে কোথায় কি খামতি আছে তা নিয়েও আলোচনা হয়েছে। সংগঠনকে আন্দোলনমুখী করার কথা উঠে এসেছে। 
তিনি বলেন, ‘‘তৃণমূলের এবং বিজেপি’র বিরুদ্ধে জনমত গঠন করতে রাজনৈতিক বোধকে আরও শানিত করতে হবে। আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই তা আরও বাড়াতে হবে।’’
২০২৬-র বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বিজেপি এবং তৃণমূল ফের সাম্প্রদায়িক রাজনীতিকে তীব্র করেছে। এই প্রসঙ্গে সেলিম বলেন, ‘‘আমরা আগে বলতাম প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা। এখন দেখা যাচ্ছে পরিপূরক সাম্প্রদায়িকতা। তৃণমূল এবং বিজেপি এরাজ্যে তা-ই করছে। মানুষের মানুষে ভাগ আর অর্থনৈতিক শোষণ, এই দু’টি আলাদা নয়। কর্পোরেট আর সাম্প্রদায়িক শক্তির বোঝাপড়া চলছে। বাস্তব সমস্যা থেকে নজর সরানো হচ্ছে। দেশে বিজেপি যা করছে রাজ্যে তৃণমূল একই কাজ করছে, অন্য কায়দায়।’’
সেলিম বলেন, ‘‘আমাদের আবাস যোজনার দুর্নীতি, ১০০ দিনের কাজ, শিক্ষা, স্বাস্থ্য নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে।’’
সম্প্রতি তৃণমূল এবং বিজেপি এই সাম্প্রদায়িক রাজনীতির সাক্ষী থেকেছে রাজ্য বিধানসভা। দুই দল কে কত বড় হিন্দু তা প্রমান করতে নেমে পড়েন। বিজেপি বিধায়কদের জামা যখন লেখা আমি গর্বিত আমি হিন্দু তখন তৃণমূল নেত্রী বিধানসভায় শোনাচ্ছেন তিনি ব্রাহ্মণ পরিবারের সন্তান। শিব মন্দিরের দিকে মাথা করে তিনি ঘুমাতে যান। কৃষির সঙ্কট, জাল স্যালাইন, শিক্ষা ক্ষেত্রে ড্রপ আউট নিয়ে কোন আলোচনা নেই এখন রাজ্য বিধানসভায়।
উত্তরবঙ্গে চা বাগান জমিতে শিল্প গড়ার প্রসঙ্গে এদিন সেলিম বলেন, ‘‘চা বাগানের জমি দখল করে শিল্প প্রস্তাব নিয়ে লাগাতার আন্দোলন করেছে সিপিআই(এম)। বিজেপি যেমন ভাবে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে তেমন তৃণমূল করছে। চা বাগানের জমি, পঞ্চায়েতের জমি এবার মমতা কর্পোরেটদের হাতে তুলে দেবে।’’

Comments :0

Login to leave a comment