দলের অন্দরের সংকট নিয়ে আইনি পরামর্শ নিতে ময়দানে নামলেন ন্যাশনাল কংগ্রেস পার্টি নেতা শরদ পাওয়ার। সম্প্রতি শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিব সেনা ও বিজেপির জোট সরকারে যোগদান করেন। শিন্ডে শিবিরে গিয়েই অজিত পাওয়ার বলেছেন তার সঙ্গে আরও বিধায়কদের সমর্থন রয়েছে।
সোমবার রাতেই মহারাষ্ট্রের সাতারা জেলা থেকে ফিরেছেন শরদ পাওয়ার। মুম্বাইতে ফিরেই আইনি বিষয় নিয়ে আলোচনা করছেন। বিশেষ করে ১০ শিডিউলটি নিয়ে আলোচনা হচ্ছে বলে জানান এনসিপি’র মুখপাত্র ক্লাইড ক্র্যাস্টো। প্রলোভন দেখিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে ১০ শিডিউল অ্যান্টি ডিফেকশন আইনে। এমনকি এই ১০ শিডিউলে বিধায়কপদ খারিজ হওয়া এবং তাতে অধ্যক্ষর ভুমিকা কি হবে তা নিয়েও আলোচনা হয়।
ক্র্যাস্টো আরও বলেন যে ১৩ জন বিধায়কের সমর্থনের কথা বলছে অজিত পাওয়ার সেক্ষেত্রেও অ্যান্টি ডিফেকশন আইনে কিভাবে লাগু করা যায় তাও আলোচিত হবে। তবে সমস্ত চিত্রটাই পরিষ্কার হবে আগামি কাল অর্থাৎ বুধবারের বৈঠকের পর। ইতিমধ্যেই অজিত পাওয়ার সহ আট জন বিধায়ক যারা মহারাষ্ট্র সরকারে শপথ নিয়েছে তাদের বিধায়ক পদ খারিজ নিয়ে বিধানসভার অধ্যক্ষর কাছে আবেদনও করেছে এনসিপি। পরবর্তী পদক্ষেপ কি হয় তা আগামী দিনে স্পষ্ট করবে এনসিপি।
Comments :0