Deputation

৮ দফা দাবিতে রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি

জেলা

Deputation


সামাজিক সুরক্ষা নিয়ে দুর্নীতি বন্ধ করতে হবে। ই-রিক্সাতে পরিবর্তন করতে ইচ্ছুক রিক্সা চালকদের জন্য সরকারি সাহায্যের অর্থ বরাদ্দ অথবা ব্যাঙ্ক ঋণের ব্যবস্থা করতে হবে। রিক্সা, ভ্যান এবং ই-রিক্সা ও ইঞ্জিন ভ্যানের জন্য পৃথক পৃথক স্ট্যান্ডের ব্যবস্থা করতে হবে। টোটো এবং ই-রিক্সাকে রুট ভিত্তিক নির্দিষ্ট রাস্তাতে চলার ব্যবস্থা করতে হবে। সব ক্ষেত্রেই দূরত্বের ভিত্তিতে ভাড়া, স্থানীয় প্রশাসনকে নির্দিষ্ট করতে হবে। স্থানীয় প্রশাসনকে রিক্সা ও ভ্যান চালকদের লাইসেন্স ও স্ট্যান্ডের ব্যবস্থা করতে হবে। এই দাবি গুলি সহ ৮ দফা দাবিতে বারাকপুরে অবস্থিত উত্তর ২৪ জেলা শ্রম দপ্তরে, যুগ্ম শ্রম কমিশনারের কাছে মঙ্গলবার স্মারকলিপি দেওয়া হয় উত্তর ২৪ পরগণা জেলা রিক্সা ও ভ্যান চালক ইউনিয়নের নেতৃত্বে। প্রতিনিধি দলে ছিলেন গার্গী চ্যাটার্জি, আশিষ গাঙ্গুলী, রামপদ দাস, জয়ন্ত দে, অজিত রায়, শঙ্কর বসু। স্মারকলিপি দেওয়ার পরে আলোচনার নির্যাস তুলে ধরে বক্তব্য রাখেন সিআইটিইউ জেলা সম্পাদক গার্গী চ্যাটার্জি। তার আগে বারাকপুর ১৪ নম্বর রেল গেটের কাছে অবস্থিত সিআইটিইউ জেলা দপ্তর থেকে ওল্ড ক্যালকাটা রোডের জেলা শ্রম দপ্তর পর্যন্ত মিছিল হয়। শ্রম দপ্তরের সামনে হয় বিক্ষোভ সভা। বক্তব্য রাখেন গার্গী চ্যাটার্জি, আশিস গাঙ্গুলী, কল্লোল মুখার্জি, প্রদীপ মন্ডল। সভাপতিত্ব করেন শম্ভু চ্যাটার্জি।

 

Comments :0

Login to leave a comment