SCRUB TYPHUS BIRBHUM

বীরভূমের এক আদিবাসী পাড়ায় স্ক্রাব টাইফাসের হদিশ ৪৮ জনের শরীরে‌!

রাজ্য জেলা

স্ক্রাব টাইফাসের দাপট আদিবাসী জনপদ জুড়ে। একই পাড়ার ৪৯ জনের শরীরে মিলেছে স্ক্রাব টাইপাসের হদিশ। পেট ব্যাথা, বমি, পায়খানার লক্ষ্ণন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পঞ্চাশজনেরও বেশি। ইতিমধ্যে মৃত্যু পর্যন্ত হয়েছে দুজনেই। ডায়রিয়ার প্রকোপ বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল। তবে মৃত্যুর প্রকৃত কারন খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তর সূত্রে। মেডিকেল টিম এলাকায় নজরদারি চালাচ্ছে। রক্তের নমূনা সংগ্রহ করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, ৪৯ জনের শরীরে থাবা বসিয়েছে স্ক্রাব টাইফাস। যা গোটা আদিবাসী মহল্লায় আতঙ্ক ছড়িয়েছে।

 

ঘটনাটি বীরভূমের ময়ূরেশ্বরের ১ নং ব্লকের গাজিপুর আদিবাসী পাড়ার। সেখানেই গত পাঁচদিন ধরে ক্রমশ বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। প্রথমে আক্রান্তদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হলেও পড়ে পরিস্থিতির গভীরতা বুঝেছে সকলকে স্থানান্তরিত করা হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। রামপুরহাট স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত ৫৬ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। শুক্রবারও চারজন আক্রান্তকে গ্রাম থেকে হাসপাতালে পাঠিয়েছে এলাকায় থাকা স্বাস্থ্য দপ্তরের টিম। রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারীক শোভন দে জানিয়েছেন, ‘‘এলাকায় স্বাস্থ্য কর্মীদের টিম রয়েছে। রক্তের নমূনা সংগ্রহ করা হয়েছে। এমন ঘটনার কারন কি খতিয়ে দেখা হচ্ছে। তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনের আনা গেছে।’’ 

Comments :0

Login to leave a comment