শুক্রবার ভারতীয় সময় সকাল ৭:৫০ মিনিটে বর্ডার - গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। পার্থের অপ্টাস স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ । ১৯৯৬ থেকে শুরু হয় এই টেষ্ট সিরিজ। অস্ট্রেলিয়া ও ভারতের দুই কিংবদন্তি অ্যালান বর্ডার ও সুনীল গাভাস্কারের নামানুসারে নামকরণ হয় এই সিরিজের। এখনও পর্যন্ত মোট ৫৬ বারের মুখোমুখি সাক্ষাৎকারে অস্ট্রেলিয়া জিতেছে ২০ ও ভারত জিতেছে ২৪ বার । এই সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন টেন্ডুলকার ( ৩২৬২ রান ) । সর্বোচ্চ উইকেট সংগ্রাহক নাথান লিয়ন ( ১১৬ টি উইকেট ) । মোট ৫ টি ম্যাচ হবে এই সিরিজে । রোহিতের অনুপস্থিতিতে প্রথম টেস্টের অধিনায়কের দায়িত্ব পালন করবেন যশপ্রিত বুমরাহ্। সম্ভবত ২৪ নভেম্বরে যোগ দেবেন রোহিত শর্মা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে নাস্তানাবুদ হওয়ার পর অনেক প্রশ্নের মুখে পড়েছে গৌতম গম্ভীরের কোচিং স্টাইল। শুক্রবার থেকে সেইসব প্রশ্নেরই জবাব দেওয়ার লড়াই। অন্যদিকে পাকিস্তানকে একদিনের সিরিজে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে প্যাট কামিন্সের দল। শুক্রবারের লড়াইয়ে মাঠে নামবে আইসিসির সবথেকে সফলতম দুটি দল।
Border Gavaskar Trophy
রাত পোহালেই শুরু বর্ডার-গাভাস্কার ট্রফি
×
Comments :0